কলকাতা: পেট্রোল ডিজেলের দামে আজও কোনও পরিবর্তন করা হয়নি দেশীয় তেল কোম্পানিগুলির তরফে। ফলে এই নিয়ে টানা ১৮ দিন অপরিবর্তিত রইল জ্বালানি তেলের দাম। তবে তেল কোম্পানিগুলি পেট্রোল ডিজেলের দাম না বাড়ালেও দেশের প্রধান শহরগুলিতে কিন্তু জ্বালানি তেলের দাম এখনও আকাশছোঁয়াই রয়েছে। গত ৫ সেপ্টেম্বর দেশে জ্বালানি তেলের দাম শেষবার কমেছিল। ওই দিন পেট্রোল এবং ডিজেলের দাম দুই-ই ১৫ পয়সা করে কমেছিল। কলকাতায় পেট্রোলের দাম এখনও সেঞ্চুরির ঘরেই রয়েছে। আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১.৭২ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯১.৮৪ টাকা।
শুধু কলকাতাই নয়, দেশের বেশকিছু প্রধান শহরে জ্বালানি তেলের দাম ১০০ টাকার বেশি। আজ রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০১.১৯ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৮.৬২ টাকা। মুম্বই এবং রাজস্থান এবং মধ্যপ্রদেশে পেট্রোলের দাম সবচেয়ে বেশি। দেশের অর্থনৈতিক রাজধানী বলে পরিচিত মুম্বাইতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ১০৭.২৬ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৬.১৯ টাকা। চেন্নাইতে আজ পেট্রোলের দাম ৯৮.৯৬ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৩.২৬ টাকা। উত্তর প্রদেশের নয়ডায় পেট্রোলের দাম ৯৮.৫২ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.২১ টাকা।
রাজস্থানের জয়পুরে আজ পেট্রোলের দাম ১০৮.১৭ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯৭.৭৬ টাকা প্রতি লিটার। অন্যদিকে মধ্যপ্রদেশের ভোপালে পেট্রোলের দাম ১০৯.৬৩ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯৭.৪৩ টাকা প্রতি লিটার। বেঙ্গালুরুতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.৭০ টাকা এবং ডিজেলের দাম ৯৪.০৪ টাকা প্রতি লিটার। লখনউতে পেট্রোলের দাম ৯৮.৩০ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.০২ টাকা। পাটনায় আজ পেট্রোলের দাম প্রতি লিটার ১০৩.৭৯ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৪.৫৫ টাকা।
প্রসঙ্গত গত শুক্রবার অনুষ্ঠিত হওয়া গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (GST) কাউন্সিলের বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক বৈঠকে জ্বালানি তেলকে জিএসটির আওতায় আনার গুজবকে খণ্ডন করেছেন। তিনি জানিয়েছেন, এখন পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনার ভাবনাচিন্তা করার সঠিক সময় নয়। এর জন্য রেভেনিউর সঙ্গে যুক্ত বেশ কিছু বিষয়ে ভাবনাচিন্তা করতে হবে। বৈঠক চলাকালীন এটা নিয়ে কোনও আলোচনা হয়নি। যদিও আশা করা হচ্ছিল পেট্রোল ডিজেলের দাম কমতে পারে।
কীভাবে জানবেন আপনার শহরের জ্বালানি তেলের দাম
প্রত্যেক রাজ্যে পেট্রোল-ডিজেলের উপর ভ্যাটের মূল্য আলাদা। এই অবস্থায় জ্বালানি তেলের দাম আলাদা আলাদা হতে পারে। একই রাজ্যের মধ্যেও শহরগুলিতে পরিবহন শুল্কের হিসাবে দামে সামান্য পার্থক্য থাকে। আপনি মাত্র একটি এসএমএসের মাধ্যমেই প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম জানতে পারেন। আপনি ইন্ডিয়ান অয়েল SMS সার্ভিসের মাধ্যমে ৯২২৪৯৯২২৪৯ নাম্বারে এসএমএস করতে পারেন। আপনার মোবাইলের ম্যাসেজ সার্ভিসে গিয়ে RSP<Space> পেট্রোল পাম্প ডিলার কোড টাইপ করে এই নাম্বারে পাঠিয়ে দিলেই আপনার এলাকার আজকের পেট্রোলের দাম জানতে পারবেন। আপনি আপনার এলাকার RSP কোড ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট থেকেই জানতে পেরে যাবেন। আরও পড়ুন: অনন্যা রান্নায় ভুল করলে দোষ দেব না, ওর মা আমায় কাঁচা চিকেন খাইয়েছিল: Chunky Pandey