কলকাতা: অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় বর্তমানে সাধারণ মানুষের পেট্রোল ডিজেলের দাম বাড়া থেকে স্বস্তি নেই।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাগাতার দ্বিতীয় দিন বাড়ল। এদিন ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১.১ শতাংশ বেড়ে ৭৪.২৬ ডলার প্রতি ব্যারেল হয়েছে। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম ১.৪ শতাংশ বেড়ে ৭০.৯৪ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ভ্যারিয়েন্টকে মাথায় রেখে প্রধান তেল উৎপাদক দেশগুলি অপরিশোধিত তেলের সরবরাহ জানুয়ারি থেকে বাড়ানোর পরিকল্পনা বন্ধ করে দিয়েছে। এর ফলে মঙ্গলবার তেলের দাম বেড়ে গিয়েছে।
অপরিশোধিত তেলের দাম বাড়ার মধ্যেই মঙ্গলবার দেশীয় তেল কোম্পানিগুলি পেট্রোল আর ডিজেলের দাম প্রকাশ করেছে। এদিন সরকারি তেল কোম্পানিগুলির তরফে জ্বালানি তেলের দামে কোনও পরিবর্তন করা হয়নি। চলতি মাসে এই নিয়ে লাগাতার ২৬দিন অপরিবর্তিত রইল পেট্রোল ডিজেলের দাম।
দেশের প্রধান চারটি শহরে পেট্রোল ডিজেলের দাম
৩০ নভেম্বর রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৩.৯৭ টাকা অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটার ৮৬.৬৭ টাকা। তবে আশ্চর্যের বিষয় হল রাজধানী দিল্লির একদম লাগোয়া উত্তর প্রদেশের গাজিয়াবাদে পেট্রোলের দাম ৯৫.২৯ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৬.৬০ টাকা।অন্যদিকে দিল্লি এনসিআরের অংশ গুরুগ্রামে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৫.৯০ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৭.১১ টাকা।
মুম্বইতে এদিন পেট্রোলের দাম প্রতি লিটার ১০৯.৯৮ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৪.১৪ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০১.৪০ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯১.৪৩ টাকা। এ রাজ্যে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৭৯ টাকা।
রোজ সকাল ৬টা পরিবর্তন হয় দাম
তেলো কোম্পানিগুলি শেষ ১৫ দিনে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক জ্বালানি তেলের দাম এবং বিদেশী বিনিময় দরের উপর নির্ভর করে প্রতিদিন পেট্রোল আর ডিজেলের দাম সংশোধন করে থাকে। পেট্রোল আর ডিজেলের দামের সমীক্ষা তেল বিপণন কোম্পানি যেমন ইন্ডিয়ান অয়েল দ্বারা প্রতিদিনের হিসেবে করা হয়, আর তা করা হয় প্রতিদিন সকাল ৬টায়।
কীভাবে জানবেন আপনার শহরের জ্বালানি তেলের দাম
প্রত্যেক রাজ্যে পেট্রোল-ডিজেলের উপর ভ্যাটের মূল্য আলাদা। এই অবস্থায় জ্বালানি তেলের দাম আলাদা আলাদা হতে পারে। একই রাজ্যের মধ্যেও শহরগুলিতে পরিবহন শুল্কের হিসাবে দামে সামান্য পার্থক্য থাকে। আপনি মাত্র একটি এসএমএসের মাধ্যমেই প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম জানতে পারেন। আপনি ইন্ডিয়ান অয়েল SMS সার্ভিসের মাধ্যমে ৯২২৪৯৯২২৪৯ নাম্বারে এসএমএস করতে পারেন। আপনার মোবাইলের ম্যাসেজ সার্ভিসে গিয়ে RSP<Space> পেট্রোল পাম্প ডিলার কোড টাইপ করে এই নাম্বারে পাঠিয়ে দিলেই আপনার এলাকার আজকের পেট্রোলের দাম জানতে পারবেন। আপনি আপনার এলাকার RSP কোড ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট থেকেই জানতে পেরে যাবেন।
আরও পড়ুন: Corona Outbreak: একধাক্কায় ২ হাজার কমল সংক্রমণ! মৃতের সংখ্যা কমে দাঁড়াল ১৯০