কলকাতা: সরকারি তেল কোম্পানিগুলি ফের বাড়াল পেট্রোল ডিজেলের দাম। দেশের প্রায় সমস্ত শহরে পেট্রোলের দাম প্রায় প্রতি লিটার ২৫ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৩০ পয়সা বাড়ানো হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মোতাবেক আজ কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১০২.১৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯২.৯৭ টাকায় পৌঁছে গিয়েছে।
প্রসঙ্গত তেল কোম্পানিগুলি প্রায় ২২ দিন পর গত মঙ্গলবার পেট্রোলের দাম বাড়িয়েছিল। অন্যদিকে ডিজেলের দামও লাগাতার চারদিন বাড়ানো হয়েছিল। মঙ্গলবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছিল অন্যদিকে ডিজেলের দাম ২৫ পয়সা বাড়ানো হয়েছিল।
দেশের মহানগরগুলিতে পেট্রোল ডিজেলের দাম
দিল্লিতে এদিন পেট্রোলের দাম প্রতি লিটার ১০১.৬৪ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৮৭ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৭.৭১ টাকা এবং ডিজেলের দাম ৯৭.৫২ টাকা প্রতি লিটার। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৯.৩৬ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯৪.৪৫ টাকা প্রতি লিটার। এছাড়া কলকাতায় পেট্রোলের দাম ১০১.১৭ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯২.৯৭ টাকা।
দেশের অন্যান্য শহরে পেট্রোল ডিজেলের দাম
দেশের বেশকিছু শহরে পেট্রোলের দাম আগেই সেঞ্চুরি ছুঁয়েছিল, কিন্তু দাম বাড়ানোর পর তা রীতিমতো আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। বেঙ্গালুরুতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.৮৪ টাকা এবং ডিজেলের দাম ৯৪.১৯ টাকা প্রতি লিটার।ভোপালে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ১০৯.৭৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৭.৫৭ টাকা। চণ্ডীগঢ়ে পেট্রোলের দাম ৯৭.৫৩ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৮.৪৮ টাকা প্রতি লিটার।
প্রসঙ্গত আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম লাগাতার বেড়ে চলেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোলের দাম গত তিন বছরে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এই প্রথমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৮০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। এখনও অপরিশোধিত তেলের আরও দাম বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর ফলে ভারতেও পেট্রোল ডিজেলের দাম আরও বাড়তে পারে।
অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, দেশে পেট্রোল ডিজেলের দাম বাড়ার কারণ জ্বালানি তেলকে জিএসটির আওতায় না আনা। জিএসটি কাউন্সিলের বৈঠকে অর্থমন্ত্রি নির্মলা সীতারমন জানিয়েছিলেন, রাজ্যগুলো জ্বালানি তেলকে জিএসটির আওতায় আনতে রাজি নয়, যে কারণে বৈঠকে এই নিয়ে আলোচনা হয়নি।
আরও পড়ুন: Rujira Banerjee: কয়লা কাণ্ডে ভার্চুয়ালি হাজিরা রুজিরার, আরও কড়া আইনি পদক্ষেপ নিতে পারে ইডি