Hardeep Singh Puri On LPG Price: ‘দেশে এলপিজির দামও কমবে…’, সংসদে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 09, 2023 | 11:23 PM

Hardeep Singh Puri On LPG Price: এদিন এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি বলেন, বিশ্বে দাম কমলে তবেই দেশীয় বাজারে দাম কমতে পারে এলপিজি গ্যাসের।

Hardeep Singh Puri On LPG Price: দেশে এলপিজির দামও কমবে..., সংসদে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: বর্তমানে আকাশ ছোঁয়া দাম এলপিজির (LPG Gas)। এর জেরে নাজেহাল মধ্যবিত্ত। গত দুই মাসে বাণিজ্যিক গ্য়াসের দাম বাড়লেও গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। ফলে মধ্যবিত্তদের জন্য কাঁটা হয়ে রয়ে গিয়েছে এলপিজি গ্যাসের দাম। তাই এখন একটাই প্রশ্ন জ্বালানির জ্বালা মিটবে কবে? বৃহস্পতিবার লোকসভায় এই প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি এ দিন সংসদে বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলেই দেশীয় বাজারে কমানো যাবে এলপিজি গ্যাসের দাম।

এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠতেই জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। বর্তমানে বিশ্ব বাজারে প্রতি মেট্রিক টনের দাম ৭৫০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ৬১,৮৬৯.৬৪। আজ সংসদে এক সাংসদ প্রশ্ন তোলেন, গৃহস্থালির এলপিজি গ্যাসের দাম কেন কমানো হচ্ছে না। তাঁর এই প্রশ্নের জবাবে হরদীপ বলেন, “যদি আন্তর্জাতিক সৌদি চুক্তির মূল্য প্রতি মেট্রিক টন ৭৫০ ডলার থেকে নামিয়ে আনা যায় তাহলে দেশে এলপিজি আরও বেশি অর্থনৈতিক হারে বিক্রি করা যাবে।” তিনি আরও বলেন,তিনি একটি বিশ্লেষণে পড়েছেন যে কয়েক বছরের মধ্যে এলপিজির চড়া দামের বিষয়টি আর থাকবে না। তিনি বলেন, আগামী দিনে এলপিজি গ্যাসের প্রাপ্যতা বাড়বে।

এদিন ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী আরও বলেন, “তবে আমাদের আগামী দুই থেকে তিন বছর ধরে এলপিজি গ্যাসের দামের বিষয়টি মেনে নিতে হবে। সমগ্র বিশ্ব জুড়ে পরিস্থিতি ক্রমাগত বদলাচ্ছে।” গ্যাসের দাম নিয়ে সরকার অসংবেদনশীল,বিরোধী দলের দাবি খারিজ করে দেন তিনি। তিনি দাম বৃদ্ধির জন্য সরকারের সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, “আমরা ঘরোয়া এলপিজির দাম বাড়তে দিইনি। সৌদি চুক্তির মূল্য ৩৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।তবুও অভ্যন্তরীণ জিনিসের জন্য দাম বৃদ্ধি খুব সামান্য ছিল।”

Next Article