২০১৬ সালের ৮ নভেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জানিয়ে দিলেন যে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করা হচ্ছে। এরই মধ্যে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট ইস্যু করে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নোটবাতিলের ষষ্ঠ বর্ষপূর্তি গেল এই কয়েকদিন আগেই। তবে এরই মধ্যে বাজারে নতুন ২০০০ টাকার নোটের দেখা মিলছে না। এই আবহে সোশ্যাল মিডিয়ায় নানা রকম জল্পনা, কল্পনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, সরকার ২০০০ টাকার নোট বাতিল করে দেবে। আরও দাবি করা হচ্ছে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকেই বাজারে ফিরবে ১০০০ টাকার নোট। তবে এই দাবি কি আদৌ সত্যি?
গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যাতে দাবি করা হচ্ছে যে সরকারের তরফে ফের ১০০০ টাকার নোট ইস্যু করার ঘোষণা করা হবে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে কেন্দ্রের তরফে সংসদে জানানো হয়েছিল যে ২০১৮-১৯ সাল থেকে নতুন করে ২০০০ টাকার কোনও নোট ছাপানো হয়নি। এই আবহে এই ভাইরাল পোস্ট অনেকেই বিশ্বাস করেছেন। তবে পিআইবির তরফে এই নিয়ে একটি ফ্যাক্ট চেক টুইট করা হয়েছে সম্প্রতি। তাতে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে ১ জানুয়ারি থেকে ১০০০ টাকার নোট ফিরছে না বাজারে।
টুইট বার্তায় পিআইবির তরফে লেখা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যাতে দাবি করা হচ্ছে যে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে ফিরিয়ে দিতে হবে এবং বাজারে নতুন ১০০০ টাকার নোট আসবে। এই দাবি সম্পূর্ণ মিথ্যে। অনুগ্রহ করে এই ধরনের ভুয়ো এবং বিভ্রান্তিকর বার্তা ছড়াবেন না। কেন্দ্রীয় সরকারের তরফে ২০০০ টাকার নোট বাতিল করার কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।’
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বিজেপির রাজ্যসভার সাংসদ সুশীল কুমার মোদী দাবি তুলেছিলেন যে পর্যায়েক্রমে ২০০০ টাকার নোট বাতিল করে দেওয়া উচিত। তাঁর মতে, এই নোটগুলি যাঁদের কাছে রয়েছে, তাঁদের ২ বছর সময় দেওয়া উচিত, যাতে তাঁরা সেই নোটগুলি ব্যাঙ্কে জমা করতে পারেন। তাঁর অভিযোগ, ২০০০ টাকার নোট জমিয়ে রেখে তার মাধ্যমে বেআইনি লেনদেন করা হয়ে থাকে। তাঁর কথায়, ‘২০০০ টাকার নোট দেশের কালো টাকার সঙ্গে সমার্থক হয়ে দাঁড়িয়েছে।’