PM Kisan: e-KYC করা সত্ত্বেও পিএম কিষাণের টাকা পাননি? এখন কী করবেন বিস্তারিত জানুন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 20, 2022 | 12:51 AM

PM Kisan: ১২ তম কিস্তির টাকা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। e-KYC সত্ত্বেও যাঁরা পাননি টাকা তাঁরা ফোন করে নিজের খোঁজ নিতে পারেন।

PM Kisan: e-KYC করা সত্ত্বেও পিএম কিষাণের টাকা পাননি? এখন কী করবেন বিস্তারিত জানুন
গ্রাফিক্স সৌজন্যে : অভিজিৎ বিশ্বাস

Follow Us

গত ১৭ নভেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠিত পিএম কিষাণ সম্মেলনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার (Pradhanmantri Kisan Samman Nidhi Yojana) ১২ তম কিস্তির টাকা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ৮ কোটি সুবিধাভোগী কৃষকদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে সরাসরি ২ হাজার টাকা করে জমা হয়েছে। অনেক কৃষকই হয়ত নিজের আধার লিঙ্কড মোবাইল নম্বরে সেই সংক্রান্ত মেসেজও পেয়েছেন। কিন্তু এবার যারা e-KYC প্রক্রিয়া সম্পন্ন করেননি তাঁরা এই যোজনার টাকা এখনও পাননি। তবে e-KYC করেও কেউ যদি এই কিস্তির টাকা না পেয়ে থাকেন দেখে নিন কার সঙ্গে যোগাযোগ করতে হবে।

e-KYC করা সত্ত্বেও ১২ তম কিস্তির টাকা না পেলে নিম্নলিখিত নম্বরগুলিতে ফোন করুন :

পিএম কিষাণ টোল ফ্রি নম্বর: ১৮০০১১৫৫২৬৬
পিএম কিষাণ হেল্পলাইন নম্বর: ১৫৫২৬১
পিএম কিষাণ ল্যান্ডলাইন নম্বর: ০১১-২৩৩৮১০৯২, ২৩৩৮২৪০১
পিএম কিষাণের নতুন হেল্পলাইন: ০১১-২৪৩০০৬০৬
পিএম কিষাণের আরেকটি হেল্পলাইন আছে: ০১২০-৬০২৫১০৯
ই-মেল আইডি: pmkisan-ict@gov.in

কেউ এখনও এই কিস্তির টাকা না পেয়ে থাকলে নিজের সমস্যার কথা এই নম্বরগুলিতে ফোন করে জানাতে পারেন। বা মেল করেও জানাতে পারেন এই যোজনার সুবিধাভোগী কৃষকেরা। প্রসঙ্গত, ২০১৯ সালে এই যোজনার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যোজনার অধীনে দেশের কৃষকদের চার মাস অন্তর ২ হাজার টাকা করে সরাসরি তাঁদের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে দেওয়া হয়। এই ১২ তম কিস্তির টাকার জন্য কেন্দ্রের তরফে মোট ১৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Next Article