PNB গ্রাহকদের জন্য বড় খবর! মঙ্গলের মধ্যে এই কাজটি না করলে অ্যাকাউন্ট ফিজ হতে পারে

KYC আপডেট করতে পিএনবি গ্রাহকদের ব্যাঙ্কের শাখায় যেতে হবে। এরপর পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, ছবি, প্যান কার্ড, আয়ের প্রমাণ, মোবাইল নম্বর ইত্যাদি সম্পর্কে তথ্য দিতে হবে। গ্রাহকরা ব্যাঙ্কের শাখায় না গিয়ে PNB অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে KYC আপডেট করতে পারেন।

PNB গ্রাহকদের জন্য বড় খবর! মঙ্গলের মধ্যে এই কাজটি না করলে অ্যাকাউন্ট ফিজ হতে পারে
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।
Follow Us:
| Updated on: Mar 18, 2024 | 7:32 AM

নয়া দিল্লি: অর্থবর্ষের শেষ মাস হল মার্চ। স্বাভাবিকভাবে এই সময়ে গ্রাহকদের তথ্যের লেনদেনের বিস্তারিত তথ্য খতিয়ে দেখে ব্যঙ্কিং আপডেট করে। দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবার গ্রাহকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে। গ্রাহকদের KYC জমা দেওয়ার সময় বেঁধে দিয়েছে।

PNB -এর তরফে জানানো হয়েছে, RBI-এর নির্দেশিকা অনুসারে, সমস্ত গ্রাহকদের তাঁদের KYC সংক্রান্ত তথ্য আপডেট করতে হবে। বিশেষত, যে গ্রাহকেরা ২০২-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত KYC তথ্য আপডেট করাননি, তাঁদের এদিনের মধ্যেই নথি জমা দিতে হতে পারে। আর একাজের শেষ তারিখ আজ অর্থাৎ ১৯ মার্চ, সোমবার। KYC আপডেট না করলে তার প্রভাব ব্যাঙ্কিং পরিষেবার উপর পড়তে পারে। এমনকি অ্যাকাউন্ট ফিজ-ও করা হতে পারে বলে PNB জানিয়েছে।

KYC আপডেট করতে পিএনবি গ্রাহকদের ব্যাঙ্কের শাখায় যেতে হবে। এরপর পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, ছবি, প্যান কার্ড, আয়ের প্রমাণ, মোবাইল নম্বর ইত্যাদি সম্পর্কে তথ্য দিতে হবে। গ্রাহকরা ব্যাঙ্কের শাখায় না গিয়ে PNB অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে KYC আপডেট করতে পারেন।