Post Office Scheme: পোস্ট অফিসের দারুণ স্কিম, একবার বিনিয়োগ করেই মাসে মাসে পাবেন বাম্পার রিটার্ন
Post Office Scheme: পোস্ট অফিসের স্কিমে ন্যূনতম ১ হাজার টাকা বিনিয়োগ করা যায়। সর্বাধিক ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। যদি একক অ্যাকাউন্ট হয়, তবে সর্বাধিক সাড়ে ৪ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন।

নয়া দিল্লি: ভবিষ্যৎ সুরক্ষিত করতে অর্থ সঞ্চয় জরুরি। বিনিয়োগের নিশ্চিত অপশন বলতে সকলেরই প্রথমে মাথায় আসে পোস্ট অফিসের কথা। পোস্ট অফিসে একাধিক স্কিম রয়েছে, যেখানে বিনিয়োগ করে দারুণ রিটার্ন পাওয়া যায়। পোস্ট অফিসে এমন এক স্কিম রয়েছে, যেখানে টাকা রেখে হাজার হাজার টাকা পেনশন পাবেন।
পোস্ট অফিসের অন্যতম জনপ্রিয় স্কিম হল মান্থলি ইনকাম স্কিম। নতুন একটি এমআইএস স্কিম চালু করেছে। এতে বিনিয়োগ করলে প্রতি মাসে নিশ্চিত রিটার্ন পাবেন। এই স্কিমে একবার বিনিয়োগ করলে, মাসিক ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। কী কী সুবিধা পাওয়া যাবে এই স্কিমে?
যেকোনও ভারতীয় নাগরিকই পোস্ট অফিসের স্কিমে বিনিয়োগ করতে পারেন। ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। একক বিনিয়োগ যেমন করা যায়, তেমনই আবার যৌথ অ্যাকাউন্টও খোলা যায়।
পোস্ট অফিসের স্কিমে ন্যূনতম ১ হাজার টাকা বিনিয়োগ করা যায়। সর্বাধিক ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। যদি একক অ্যাকাউন্ট হয়, তবে সর্বাধিক সাড়ে ৪ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন।
যদি পোস্ট অফিসের এই স্কিমে আপনি ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে আপনি মাসিক ৫৫০০ টাকা করে রিটার্ন পাবেন ৭.৫ শতাংশ সুদের হারে। প্রতি ত্রৈমাসিকে ১৬ হাজার ৬৫০ টাকা পাবেন।
এই স্কিমে সর্বাধিক ৫ বছর বিনিয়োগ করা যায়।





