নয়া দিল্লি: বয়স বাড়ছে। অবসরের পর কী করবেন, তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে? এত ভাবার কারণ নেই। অবসর জীবন আরামে কাটাতে খাতা খুলুন সিনিয়র সিটিজেন স্কিমে। প্রবীণ নাগরিকদের জন্য একাধিক সঞ্চয় প্রকল্প রয়েছে, এর মধ্যে সবথেকে জনপ্রিয় হল পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। সরকারি এই প্রকল্পে অন্যান্য সঞ্চয় প্রকল্পের থেকে সুদের হার বেশি।
পোস্ট অফিসের এই প্রকল্পে যেমন সুদের হার বেশি, তেমনই আবার অতি সামান্য টাকা থেকেই বিনিয়োগ শুরু করা যায়। অবিশ্বাস্য মনে হলেও, মাত্র ১ হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায় সিনিয়র সিটিজেন প্রকল্পে। সরকারি প্রকল্প হওয়ায় এটি নিরাপদও।
৬০ বছর বা তার বেশি বয়সী যে কোনও ব্যক্তিরা এই প্রকল্পে আবেদন করতে পারেন। এছাড়া ৫৫ বছরের উর্ধ্বে কোনও ব্যক্তি যদি স্বেচ্ছাবসর নেন, তিনিও পোস্ট অফিসের এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। অবসরপ্রাপ্ত সেনা জওয়ানরাও ৫০ বছর পার করলে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। একক নয়, স্বামী বা স্ত্রীর সঙ্গে যৌথভাবেও এই প্রকল্পে বিনিয়োগ করা যায়।
এই প্রকল্পে মাত্র ১ হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। সর্বাধিক ৩০ লক্ষ টাকা অবধি বিনিয়োগ করতে পারেন। তবে মেয়াদ পার হওয়ার আগে একাধিকবার এই প্রকল্প থেকে টাকা তোলা যাবে না।
বর্তমানে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হয়। যদি আপনি এই প্রকল্পে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে আপনি সুদ বাবদ বার্ষিক ২.৪৬ লাখ টাকা পেতে পারেন, অর্থাৎ মাসিক ২০ হাজার টাকা পাবেন সুদ বাবদ। এতেই মাসের খরচ চলে যাবে।