Price Cut: উৎসবের মরসুমে সুখবর! দাম কমছে সাবান, ডিটার্জেন্টের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 28, 2023 | 6:43 AM

Price Cut: 'লাক্স' সাবান এবং 'সার্ফ এক্সেল' ডিটারজেন্টের নির্মাতা সংস্থা আরও বলেছে যে ভারতে শহরের বাজার ঠিক থাকলেও গ্রামীণ বাজার দুর্বল রয়ে পড়ছে।

Price Cut: উৎসবের মরসুমে সুখবর! দাম কমছে সাবান, ডিটার্জেন্টের
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: উৎসবের মরসুমে খরচ যখন বিভিন্নভাবে বেড়ে গিয়েছে, তারই মধ্যে সাধারণ মানুষের জন্য রয়েছে স্বস্তির খবর। প্রতিদিন ব্যবহারের সাবান এখন পাওয়া যাবে সস্তায়। কারণ দেশের বৃহত্তম এফএমসিজি কোম্পানি সাবানের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ‘হিন্দুস্তান ইউনিলিভার’-এর তরফে জানানো হয়েছে, স্থানীয় সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে সাবান, ডিটারজেন্ট এবং লন্ড্রি আইটেমগুলির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাঁচামালের দাম কমার কারণে কিছু ব্র্যান্ডের সাবানের দাম কমানো হয়েছে বলে জানা যাচ্ছে। ‘লাক্স’ সাবান এবং ‘সার্ফ এক্সেল’ ডিটারজেন্টের নির্মাতা সংস্থা আরও বলেছে যে ভারতে শহরের বাজার ঠিক থাকলেও গ্রামীণ বাজার দুর্বল রয়ে পড়ছে। ইউনিলিভারের সিএফও বলেছেন, কম দামে জিনিস বিক্রি করা হবে ফলে বাজারে থাকা স্থানীয় সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা সহজ হবে।

বিশ্লেষকরা বলেছেন, গত কয়েক বছর ধরে, দেশীয় ব্র্যান্ডগুলি বাজারের অংশীদারিত্ব কেড়ে নিচ্ছে। বিশেষ করে সাবান, ডিটারজেন্ট, চুলের তেল, চা এবং বিস্কুটের ক্ষেত্রে এমনটা দেখা যাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, চা সেক্টরে, ছোট কোম্পানিগুলো বড় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ১.৪ গুণ দ্রুত বৃদ্ধি পেয়েছে, যেখানে ডিটারজেন্ট বারের ক্ষেত্রে তিন মাসে ছয় গুণ দ্রুত বৃদ্ধি পেয়েছে।

Next Article