নয়া দিল্লি: দিল্লি-এনসিআরে পেঁয়াজের দাম (Onion price) সেঞ্চুরি পেরিয়েছে। অর্থাৎ দিল্লি-এনসিআর এলাকায় পেঁয়াজের খুচরা মূল্য ১০০ টাকায় উঠেছে। আর পাইকারি বাজারে ৮০ টাকার কাছাকাছি চলে গেছে। শীঘ্রই পেঁয়াজের খুচরা মূল্য ১৫০ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, উপভোক্তা বিষয়ক সরকারি তথ্য অনুযায়ী, দিল্লিতে পেঁয়াজের সর্বোচ্চ দাম কেজি প্রতি ৬৮ টাকায় পৌঁছেছে। অন্যদিকে, সর্বভারতীয় স্তরে পেঁয়াজের সর্বোচ্চ দাম ৭৭ টাকা। দিল্লি-এনসিআরে কেন পেঁয়াজের দাম ১০০ টাকায় পৌঁছেছে তা জানুন।
নয়ডায় পেঁয়াজের দাম পৌঁছেছে ১০০ টাকা
দিল্লি সংলগ্ন নয়ডায় পেঁয়াজের দাম ১০০ টাকায় পৌঁছেছে। নয়ডার শাহদারা গ্রামের পেঁয়াজের এক খুচরা বিক্রেতা গৌরব TV9-কে জানান, পেঁয়াজের দাম ক্রমাগত বাড়ছে। নয়ডার সেক্টর ৮৮-এ অবস্থিত পাইকারি বাজার থেকে পেঁয়াজের দাম প্রতি কেজি ৮০ টাকা। যার ফলে খুচরা বাজারে পেঁয়াজের দাম ১০০ টাকা। অন্যদিকে, দিল্লির মডেল টাউন এলাকায় পেঁয়াজের দাম কেজি প্রতি ৭০ টাকা থেকে বেড়ে ৯০ টাকা হয়েছে। বিশেষ বিষয় হল, এশিয়ার সবচেয়ে বড় বাজার আজাদপুর মডেল টাউন এলাকার খুব কাছে। সবজি বিক্রেতারা বলছেন, বাজার থেকেই তারা দামি পেঁয়াজ পাচ্ছেন। গত এক সপ্তাহে দিল্লিতে পেঁয়াজের খুচরা দাম বেড়েছে প্রায় ২০ টাকা।
পেঁয়াজের দাম ১৫০ টাকায় পৌঁছবে
নয়ডার খুচরা পেঁয়াজ ব্যবসায়ী গৌরব বলেন, পেঁয়াজের আমদানি খুবই কম। যার জেরে বাড়ছে পেঁয়াজের দাম। এভাবে চলতে থাকলে পেঁয়াজের দাম ১৫০ টাকা ছাড়িয়ে যেতে পারে। গৌরব বলেন, পরিবহণ খরচ বেশি হওয়ায় পেঁয়াজের খুচরো দামেও প্রভাব পড়ছে। গৌরব বলেন, শিগগিরই পেঁয়াজের দাম কমবে না। এক মাসের মধ্যে পেঁয়াজের দাম ২০০ টাকা ছুঁতে পারে।
পেঁয়াজ নিয়ে সরকারি পরিসংখ্যান কী বলছে?
উপভোক্তা বিষয়ক বিভাগের তথ্য অনুযায়ী, পেঁয়াজের গড় দাম ৪৩.২৭ টাকা। যেখানে সর্বোচ্চ দাম দাঁড়িয়েছে ৭৭ টাকা। আমরা যদি দেশের রাজধানী দিল্লির কথা বলি, পেঁয়াজের দাম কেজি প্রতি ৬৮ টাকায় নেমে এসেছে। কেরলেও পেঁয়াজের দাম ৬০ টাকা ছাড়িয়েছে। এমনকি মেঘালয়েও প্রতি কেজি পেঁয়াজের দাম ৬০ টাকা ছাড়িয়ে গিয়েছে।
পেঁয়াজ আসতে দেরি
তথ্য অনুযায়ী, আবহাওয়াজনিত কারণে খরিফ পেঁয়াজের বপন দেরিতে হয়েছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁয়াজের ফসল। এছাড়া তাজা খরিফ পেঁয়াজ আসতেও দেরি হচ্ছে। অন্যদিকে, রবি পেঁয়াজের মজুতও শেষ হয়ে যাচ্ছে। খরিফ পেঁয়াজের দেরি হওয়ার কারণে পেঁয়াজের সরবরাহ খুবই খারাপ। তার জন্যই পাইকারি ও খুচরো- উভয় বাজারেই বাড়ছে পেঁয়াজের দাম।
সরকার এসব পদক্ষেপ নেবে
পেঁয়াজের দাম নাগালে আনতে সরকার শুক্রবার বাফার স্টক থেকে পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। খুচরো বাজারে প্রতি কেজি ২৫ টাকা হারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। যা ক্রেতাদের স্বস্তি দিচ্ছে। উপভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং বলেছেন যে আমরা আগস্টের মাঝামাঝি থেকে বাফার স্টক থেকে পেঁয়াজ সরবরাহ করছি। অগাস্টের মাঝামাঝি থেকে ২২টি রাজ্যের বিভিন্ন জায়গায় বাফার স্টক থেকে প্রায় ১.৭ লক্ষ টন পেঁয়াজ সরবরাহ করা হয়েছিল।