Leaders of Road Transport Conclave: টিভি৯ নেটওয়ার্কের ‘লিডার্স অব রোড ট্রান্সপোর্ট কনক্লেভ’ বেঙ্গালুরুতে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 27, 2023 | 5:12 PM

পরিবহণকে আরও স্মার্ট করে তুলতে কোন কোন দিকে নজর দেওয়া উচিত, সে বিষয়টিও উঠে এসেছে। পথ নিরাপত্তা, নতুন প্রযুক্তি, উদ্ভাবন, স্থিতিশীলতার মতো পরিবহণ ক্ষেত্রের একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত এই অনুষ্ঠানে।

Leaders of Road Transport Conclave: টিভি৯ নেটওয়ার্কের ‘লিডার্স অব রোড ট্রান্সপোর্ট কনক্লেভ’ বেঙ্গালুরুতে
টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত কনক্লেভ
Image Credit source: TV9 Network

Follow Us

বেঙ্গালুরু: টিভি৯ নেটওয়ার্কের ‘লিডার্স অব রোড ট্রান্সপোর্ট কনক্লেভ’-এর দ্বিতীয় সিজন অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গালুরুতে। পরিবহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে এসেছে কনক্লেভের আলোচনায়। পরিবহণ সেক্টরের বিভিন্ন বিষয় নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনই ওই সেক্টরের বিভিন্ন সংস্থার সাফল্যের কাহিনিও উঠে এসেছে অনুষ্ঠানে। পরিবহণকে আরও স্মার্ট করে তুলতে কোন কোন দিকে নজর দেওয়া উচিত, সে বিষয়টিও উঠে এসেছে। পথ নিরাপত্তা, নতুন প্রযুক্তি, উদ্ভাবন, স্থিতিশীলতার মতো পরিবহণ ক্ষেত্রের একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত এই অনুষ্ঠানে।

LOBB লজিস্টিক্সের সহ-নির্মাতা এবং সিইও বেণু কোন্দুর এবং অরেঞ্জ কোচেসের মালিক প্রশান্ত রমন যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে যোগ দিয়ে বেণু কোন্দুর বলেছেন, “ভারতে গত কয়েক বছরে সবথেকে বেশি যে বেড়েছে তা হল ইন্টারনেট সংযোগ। তাই প্রযুক্তি প্রয়োগের সবথেকে উৎকৃষ্ট সময়ে দাঁড়িয়ে আছি আমরা। জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন করা হচ্ছে। প্রত্যেক ট্রান্সপোর্টারের কাছে এখন স্মার্টফোন রয়েছে। পরিবহণ ক্ষেত্রকে ডিজিটাইজড করার সময় এসেছে।”

টিভি৯ নেটওয়ার্কের পরিবহণ সংক্রান্ত এই কনক্লেভ শুরু হয়েছিল দিল্লিতে। তার পর তা আয়োজিত হয় জয়পুর, মুম্বই এবং বেঙ্গালুরুতে। কন্টি কানেক্ট টেকনোলজির পরিষেবার বিষয়ে সকলকে অবহিত করাও বেঙ্গালুরুর কনক্লেভের অন্যতম উদ্দেশ্য। কন্টি কানেক্ট টেকনোলজি টায়ার পারফরম্যান্সের রিয়াল টাইম মনিটর করে। টায়ার পারফরম্যান্স, টায়ার প্রেসার, তাপমাত্রা এবং আরও বিভিন্ন তথ্য সম্পর্কে পরিষেবা দেয়। পথ নিরাপত্তার জন্য এই পরিষেবা খুবই গুরুত্বপূর্ণ।

Next Article