Gold Price Today : লক্ষ্মীবারে স্বস্তি সোনার বাজারে, গত এক সপ্তাহে প্রথমবার দাম কমল হলুদ ধাতুর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 26, 2022 | 1:35 PM

Gold Price Today : এতদিন সোনার দাম ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে বৃহস্পতিবারে দাম কমল সোনার। পাশাপাশি দাম কমেছে রুপোর দামও। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৪৭,৬৫০ টাকা।

Gold Price Today : লক্ষ্মীবারে স্বস্তি সোনার বাজারে, গত এক সপ্তাহে প্রথমবার দাম কমল হলুদ ধাতুর
ছবি সৌজন্যে : Pixabay

Follow Us

কলকাতা : বৃহস্পতিবারে লক্ষ্মীর কৃপা! গত কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী থাকার পর এদিন দাম কমল সোনার। পাশাপাশি দাম কমল রুপোরও। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমল ২৭০ টাকা। এদিন এক কেজি রুপোর দাম কমেছে ৫০০ টাকা।

এমসিএক্স সূচক অনুযায়ী এদিন বেলা ১ টা অনুযায়ী সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৬৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,১২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৬৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৬,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৯৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৫৮৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৯৮০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৯,৮০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬১,৫০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

সপ্তাহ শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। এক মাস ধরে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকার পর বৃহস্পতিবারে দাম পড়ল সোনার। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৭,৯০০ টাকা। এদিন তা কমেছে ২৫০ টাকা। বুধবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫২,২৫০ টাকা। এদিন তা কমে হয়েছে ৫১,৯৮০ টাকা। গতকাল রুপোর দাম বাড়ার পর সোনার সঙ্গে সঙ্গে দাম কমেছে রুপোরও। গতকাল এক কেজি রুপোর বাটের শেষ দাম ছিল ৬২,০০০ টাকা। কিন্তু এদিন বাজার খুলতেই কমল সোনার দাম।

বিশ্ব বাজারেও দাম কমল সোনার। এদিন এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮৫৩.৭০ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

বৃহস্পতিবার শেয়ার বাজারে দাম বাড়ল টাইটান কোম্পানি ও পিসি জুয়েলারের শেয়ারের। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,১৩৭.০০ টাকা। পিসি জুয়েলারের শেয়ারের এদিন দাম বেড়ে হল ২০.০৫ টাকা। তবে দাম পড়ল কল্যাণ জুয়েলারের শেয়ারের। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৫৮.৬৫ টাকা।

Next Article