কলকাতা: তেলের দামে মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব যেন খুব একটা দেখা যাচ্ছে না। ডিসেম্বরের মতো এখনও পর্যন্ত জানুয়ারিতেও উপসাগরীয় দেশগুলোতে তেলের গড় দাম ব্যারেল প্রতি ৮০ ডলারেরও কম রয়েছে। তারপরেও এখন পর্যন্ত পেট্রোল-ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি দেশের তেল সংস্থাগুলি। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, শীঘ্রই পেট্রোল এবং ডিজেলের দাম বেশ খানিকটা কমতে পারে। শীঘ্রই এ বিষয়ে সরকারের তরফে নির্দেশিকা জারি হতে পারে বলে বলছেন কেউ কেউ।
এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার উপরেই নির্ভর করে ভারতের বাজারে পেট্রোল-ডিজেলের দাম। তবে সেই দামে বিগত কয়েক মাসে বিশেষ কোনও পরিবর্তন হতে দেখা যায়নি। দেশের মেট্রোপলিটন শহরগুলিতে পেট্রোল এবং ডিজেলের দামের শেষ বড় পরিবর্তন দেখা গিয়েছিল বছর খানেক আগে। সে সময় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোল-ডিজেলের দামের ওপর কর কমিয়েছিলেন। এর পরে কিছু রাজ্যকে আবার ভ্যাট কমাতে-বাড়াতে দেখা গিয়েছিল। বর্তমানে কলকাতায় পেট্রোলের দাম ঘোরাফেরা করছে ১০০ টাকার উপরেই। ডিজেল বিকোচ্ছে ৯২ টাকার উপরে।
কোন শহরে কত দাম
নয়াদিল্লি: পেট্রোল বিকোচ্ছে প্রতি লিটার ৯৬.৭২ টাকায়। ডিজেল প্রতি লিটার ৮৯.৬২ টাকা।
কলকাতা: পেট্রোলের দাম প্রতি লিটার ১০৬.০৩ টাকা, ডিজেলের দাম ৯২.৭৬ টাকা প্রতি লিটার।
মুম্বই: পেট্রোলের দাম প্রতি লিটার ১০৬.৩১ টাকা। ডিজেলের দাম ৯৪.২৭ টাকা প্রতি লিটার।
চেন্নাই: পেট্রোলের দাম ১০২.৬৩ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ৯৪.২৪ টাকা প্রতি লিটার।
বেঙ্গালুরু: পেট্রোলের দাম প্রতি লিটার ১০১.৯৪ টাকা। ডিজেলের দাম প্রতি লিটার ৮৭.৮৯ টাকা।