নয়াদিল্লি: প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র গুরুত্ব বাড়ছে। ভারতও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে নানা পরীক্ষা করছে। এআই-কে কাজে লাগিয়ে আরও একধাপ এগিয়ে যাওয়ার কথা একাধিকবার শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে। প্রত্যেক সেক্টরে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা বলেছেন তিনি। আর এই প্রযুক্তি নিয়ে সোমবার মাইক্রোসফটের চিফ একগিকিউটিউ অফিসার (CEO) সত্য নাদেল্লার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। প্রযুক্তি, এআই নিয়ে কথা হল তাঁদের।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ছবি দিয়ে এক্স হ্যান্ডলে সত্য নাদেল্লা লেখেন, “আপনার নেতৃত্বের জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ভারতকে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্রথম সারির দেশ করে তুলতে একসঙ্গে কাজ করে চলব। এবং নিশ্চিত করব যে প্রত্যেক ভারতীয় যাতে এআই প্ল্যাটফর্মের সুবিধা পান।”
নাদেল্লার পোস্টে জবাব দিয়ে প্রধানমন্ত্রী লেখেন, “আপনার সঙ্গে সাক্ষাৎ নিঃসন্দেহে আনন্দের। ভারতে মাইক্রোসফটের বিনিয়োগের পরিকল্পনা জেনে খুশি। প্রযুক্তি, এআই-সহ বিভিন্ন বিষয়ে চমৎকার আলোচনা হয়েছে।”
এর আগে ২০২৩ সালে ভারত সফরে এসে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন সত্য নাদেল্লা। কেন্দ্রের ‘ডিজিটাল ভারত’ উদ্যোগের প্রশংসা করেছিলেন।
কয়েকদিন আগে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে বৈঠক করেছিলেন সত্য নাদেল্লা। সেই বৈঠকের পর তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর অফিসের তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়, “রাজ্যের সমস্ত উদ্যোগে সঙ্গী হওয়ার অঙ্গীকারে অটল রয়েছে মাইক্রোসফট। সেকথা ফের একবার জানিয়েছেন সত্য নাদেল্লা।” হায়দরাবাদে যেসব প্রযুক্তি সংস্থা প্রথম তাদের অফিস খুলেছিল, তার মধ্যে অন্যতম মাইক্রোসফট। এখন হায়দরাবাদে মাইক্রোসফটের কর্মী সংখ্যা ১০ হাজারের মতো।