কলকাতা: ছুঁলেই লাগবে ৪৪০ ভল্টের বৈদ্যুতিক ঝটকা। আপাতত সোনার দাম দেখে এমনই হাল মধ্যবিত্তের। আর দিন কয়েকের মধ্যে শুরু হয়ে যাবে বিয়ের মরসুম। আর তার আগেই বিদ্যুতের গতিতে ছুটছে সোনার দর। কিনতে গিয়ে ঘাম ছুটে যাচ্ছে সাধারণের।
সপ্তাহ খানেক ধরেই ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে সোনার দাম। অবশেষে দাঁড়িয়েছিল ৮০ হাজার কাঁটায়। কিন্তু এবার দরের সেই মাপদণ্ডকেও ছাপিয়ে গেল সোনা।
২২ ক্যারেট সোনার দাম-
এদিন ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৭ হাজার ৫৭১ টাকায়। যথাক্রমে ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৫ হাজার ৭৭১ টাকায়। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৫৭ হাজার ৭১০ টাকা।
২৪ ক্যারেট সোনার দাম –
৮০ হাজারের গন্ডি পেরিয়ে গিয়েছে ২৪ ক্যারেট সোনার দাম। এদিন ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম এসে ঠেকেছে ৮ হাজার ২৪৭ টাকায়। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮২ হাজার ২৪৭ টাকায়। ১০০ গ্রাম সোনার দাম ৮ লক্ষ ২২ হাজার ৪৭০ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম –
বাজারে এই সোনার ব্যবহার অনেকটাই সীমিত হওয়ার কারণে দামে বিশেষ প্রভাব পড়েনি বললেই চলে। এদিন ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম হয়েছে ৬ হাজার ১০০ টাকায়। ১০ গ্রাম সোনার দাম ছুঁয়েছে ৬১ হাজার টাকার গন্ডি। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ টাকা।
রুপোর দাম –
সোনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চড়ছে রুপোর দামও। গত তিন দিনে রুপোর দাম বেড়েছে প্রায় ৩ হাজার টাকা। এদিন ১ গ্রাম রুপো দাম রয়েছে ৯৩ টাকা। ১ কেজি রুপোর দাম ছুঁয়ে ফেলেছে ৯৩ হাজার ৫০০ টাকা।