নয়া দিল্লি: শীতকালে দূরপাল্লার ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে একটা বড় সমস্যা হল ট্রেন লেট বা বাতিল হওয়া। ঘন কুয়াশার কারণে রেলের বিভিন্ন রুটে, বিশেষ করে উত্তর-পূর্ব ভারতগামী বা সেখান থেকে আসা ট্রেনগুলি ৩-৪ ঘণ্টা থেকে ১০-১৫ ঘণ্টা অবধি লেট করে। অনেক সময় ট্রেন বাতিল করে দিতেও বাধ্য় হয় ভারতীয় রেল। এতে চরম সমস্যায় পড়েন যাত্রীরা। তবে চিন্তার আর কারণ নেই। যদি আপনার ট্রেন বাতিল হয় বা লেট করেন, তবে প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হবে না। আপনি হোটেলে গিয়ে বিশ্রাম নিতে পারেন। এর জন্য আপনাকে ১০০০-১৫০০ টাকা খরচ করতে হবে না। মাত্র ১৫০ টাকাতেই আপনি পেয়ে যাবেন হোটেল রুম। কীভাবে সম্ভব, জানুন…
ভারতীয় রেলওয়ের তরফে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই রিটায়ারিং রুমের ব্যবস্থা করা হয়েছে। আইআরসিটিসি-র তরফে এই পরিষেবা দেওয়া হয়। যদি কোনও ট্রেন লেট করে বা বাতিল হয়ে যায়, অন্য ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রীরা তখন এই রিটায়ারিং রুম বুক করতে পারেন।
কম খরচ বলে ভাববেন না যে রুমের দশা খারাপ হবে। হোটেলের মতোই যাবতীয় পরিষেবা পাবেন এই রিটায়ারিং রুমে। পরিচ্ছন্নতার উপরেও বিশেষ জোর দেওয়া হয় এতে। রুমের দাম শুরু মাত্র ১০০ টাকা থেকে। আপনি এসি ও নন-এসি দুই অপশনই পাবেন বুকিংয়ের জন্য। স্টেশনের ভিত্তিতে রুমের ভাড়াও ভিন্ন হয়। যেমন নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে নন-এসি রুমের খরচ ১৫০ টাকা। ১২ ঘণ্টার জন্য নন-এসি রুম পাওয়া যাবে ১৫০ টাকায়। এসি রুমের ক্ষেত্রে ২৪ ঘণ্টার জন্য বুক করলে, খরচ পড়বে মাত্র ৪৫০ টাকা।
আইআরসিটিসি-র অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে এই বুকিং করতে পারেন। আইআরসিটিসি-র ওয়েবসাইটে গিয়ে ‘মাই বুকিং’ অপশনে ক্লিক করতে হবে এবং তারপর আপনি কী ধরনের রুম ও কত ঘণ্টার জন্য বুক করতে চাইছেন, তা বেছে নিন। লগ ইন করার পর আপনাকে ট্রেনের পিএনআর নম্বর দিতে হবে, তারপরই আপনার নামে রুম বুক হবে। সর্বাধিক ৪৮ ঘণ্টার জন্য় রিটায়ারিং রুম বুক করা যায়।