দেশকে আরও গর্বিত করছে TATA, বিদেশের মাটিতেও খুলছে কারখানা
Ratan Tata: ইস্পাত থেকে গাড়ি, হোটেল, এয়ারলাইন্স, তথ্য প্রযুক্তি- টাটার সাম্রাজ্যের বিস্তার বিপুল। কাজ চলছে প্রথম পাওয়ার প্ল্যান্ট তৈরিরও। এবার আরও একটি রেকর্ড গড়তে চলেছে টাটা গ্রুপ।
নয়া দিল্লি: শুধু দেশ নয়, বিশ্বজুড়ে খ্যাতি টাটা গ্রুপের। ইস্পাত থেকে গাড়ি, হোটেল, এয়ারলাইন্স, তথ্য প্রযুক্তি- টাটার সাম্রাজ্যের বিস্তার বিপুল। কাজ চলছে প্রথম পাওয়ার প্ল্যান্ট তৈরিরও। এবার আরও একটি রেকর্ড গড়তে চলেছে টাটা গ্রুপ। দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশে কারখানা গড়তে চলেছে টাটা সংস্থা। প্রতিরক্ষা খাতে এই কারখানা তৈরি করা হবে।
জানা গিয়েছে, টাটা গ্রুপের অধীনস্থ সংস্থা টাটা অ্যাডভান্সড সিস্টেম ক্যাসাব্লাঙ্কায় কারখানা তৈরি করতে চলেছে। প্রতিরক্ষা কারখানা হবে এটি। বিদেশের মাটিতে টাটার এই কারখানাই প্রথম দেশীয় প্রতিরক্ষা কারখানা হতে চলেছে এটি।
সংস্থার সূত্রে খবর, টাটা সংস্থার এই কারখানাটি রয়্যাল মরক্কোর সশস্ত্র বাহিনীর জন্য বিশেষ হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম তৈরি করবে। মূলত আফ্রিকার অস্ত্র বাজারের জন্যই এই কারখানা অস্ত্র সামগ্রী তৈরি করবে। প্রাথমিক স্তরে, টাটা গ্রুপের এই কারখানায় প্রতি বছর ১০০টি সাঁজোয়া গাড়ি তৈরি করা হবে। আগামী এক বছরের মধ্যে এই কারখানা তৈরি হয়ে যাবে এবং উৎপাদন শুরু হবে।
প্রসঙ্গত, টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)-র সহযোগিতায় হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম তৈরি করেছে। ভারতীয় সেনাবাহিনীতেও টাটা গ্রুপের তৈরি কয়েকটি সাঁজোয়া গাড়ি ব্যবহার করা হচ্ছে। লাদাখ সীমান্তে এই যুদ্ধযান ব্যবহার করা হচ্ছে।
কত কোটি টাকার চুক্তি, সে বিষয়ে জানা না গেলেও, বিদেশে প্রায় সাড়ে ৩০০ মানুষের কর্মসংস্থান হবে।