UPI new features: এআই-এর শক্তিতে সম্বৃদ্ধ হচ্ছে UPI, যুক্ত হচ্ছে NFC ফিচারও

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Aug 12, 2023 | 7:00 AM

UPI new features: বৃহস্পতিবার মুদ্রা নীতি কমিটির সভায় আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ইউপিআই-এর বেশ কয়েকটি নতুন বৈশিষ্টের কথা ঘোষণা করেছেন। কী সেই বৈশিষ্টগুলি? আসুন জেনে নেওয়া যাক।

UPI new features: এআই-এর শক্তিতে সম্বৃদ্ধ হচ্ছে UPI, যুক্ত হচ্ছে NFC ফিচারও
ইউপিআই
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপিআই (UPI)-এ বেশ কয়েকটি নতুন ফিচার বা বৈশিষ্ট যোগ করতে চলেছে ভারত সরকার। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল কনভারসেশনাল পেমেন্ট। চ্যাটজিপিটির মতো কোনও এআই-চালিত সিস্টেমের মাধ্যমে অর্থপ্রদান করা যাবে। এখানেই শেষ নয়। বৃহস্পতিবার মনিটারি পলিসি কমিটির সভায় ইউপিআই-এর জন্য আরও বেশ কিছু নতুন বৈশিষ্ট্যের কথা ঘোষণা করেছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। কী কী বৈশিষ্ট? জেনে নেওয়া যাক –

এআই-এর মাধ্যমে কনভারসেশনাল পেমেন্ট

ডিজিটাল পেমেন্টের পরিসর বাড়ানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে এনসিপিআই। গ্রাহকরা যাতে এআই-চালিত সিস্টেমের সঙ্গে কথোপকথনের মাধ্যমে আরও নিরাপদে অর্থপ্রদান করতে পারেন, তার জন্যই চালু করা হচ্ছে এই বৈশিষ্ট। শুধু স্মার্টফোন নয়, ফিচার ফোন দিয়েও এই বৈশিষ্টকে কাজে লাগানো যাবে। প্রথমে হিন্দি এবং ইংরেজিতে, পরে আরও বেশ কয়েকটি ভারতীয় ভাষায় এই বৈশিষ্ট ব্যবহার করা যাবে। এই ব্যবস্থা ঠিক কীভাবে কাজ করবে, এখনও তার বিশদ জানায়নি এনসিপিআই। তবে মনে করা হচ্ছে, চ্যাটজিপিটির মতো একটি এআই চ্যাটবটকে এই কাজে লাগানো হবে।

ইউপিআই রেটের সীমা বৃদ্ধি

এখনও পর্যন্ত অফলাইন মোডে ইউপিআই লেনদেনের সীমা বাঁধা আছে ২০০ টাকায়। এই সীমা বাড়িয়ে ৫০০ টাকা করা হচ্ছে। শক্তিকান্ত দাস বলেছেন, “অনেকদিন ধরেই এই সীমা বাড়ানোর দাবি উঠেছিল। এখন প্রতি লেনদেনের সীমা ৫০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে অর্থপ্রদানের এই মোডটি ব্যবহারে উত্সাহ বাড়বে।”

এনএফসি-র মাধ্যমে অফলাইন ইউপিআই পেমেন্ট

ইউপিআই লাইটের মাধ্যমে নিয়ার-ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি প্রযুক্তি ব্যবহার করে অফলাইন ইউপিআই লেনদেনের বৈশিষ্টও যোগ করা হচ্ছে। এতে অর্থপ্রদান আরও সহজ হয়ে যাবে। কারণ গ্রাহকদের শুধুমাত্র তাদের স্মার্টফোনটি পয়েন্ট-অফ-সেল মেশিনে ঠেকাতে হবে। শক্তিকান্ত দাস বলেছেন, যেখানে ইন্টারনেট বা টেলিকম সংযোগ দুর্বল বা নেই, সেই সকল জায়গায় এই বৈশিষ্ট্যের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করা যাবে। NPCI-এর এই নতুন বৈশিষ্টগুলি গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে ডিজিটালাইজেশনেরল কাজে গতি আনবে এবং প্রান্তিক মানুষও নির্বিঘ্নে অর্থপ্রদান করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

Next Article