India economy: অর্থনীতিতে কী পরিবর্তন এলে কর্মসংস্থান বাড়বে, রূপরেখা দিলেন রঘুরাম রাজন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 11, 2023 | 1:52 AM

Raghuram Rajan: বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টির জন্য ৮ শতাংশের বেশি গতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হওয়া প্রয়োজন বলে মনে করেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তাঁর মতে, দেশের বিপুল জনসংখ্যার কর্মসংস্থানের প্রয়োজনের তুলনায় অর্থনীতির প্রবৃদ্ধি অনেকটাই ধীর গতির।

India economy: অর্থনীতিতে কী পরিবর্তন এলে কর্মসংস্থান বাড়বে, রূপরেখা দিলেন রঘুরাম রাজন
আরবিআইয়ের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: ধীরে হলেও দেশের অর্থনীতির বৃদ্ধি লক্ষণ দেখা যাচ্ছে। তবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টির জন্য ৮ শতাংশের বেশি গতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হওয়া প্রয়োজন বলে মনে করেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তাঁর মতে, দেশের বিপুল জনসংখ্যার কর্মসংস্থানের প্রয়োজনের তুলনায় অর্থনীতির প্রবৃদ্ধি অনেকটাই ধীর গতির।

শুক্রবার বেজিংয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান নিয়ে বিবৃতি দেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তিনি বলেন, “জনসংখ্যার চাহিদা এবং কাজের প্রয়োজনের কারণে আমাদের অর্থনৈতির প্রবৃদ্ধির হার ৮ শতাংশ থেকে ৮.৫ শতাংশ হওয়া উচিত।” বর্তমানে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬-৬.৫ শতাংশ, যা অন্যান্য দেশের তুলনায় শক্তিশালী বলেও জানান রঘুরাম রাজন। তবে চাকরির প্রয়োজনে এই গতি আরও বৃদ্ধি পাওয়া উচিত বলে তাঁর দাবি। RBI-এর প্রাক্তন গভর্নরের কথায়, “আমাদের চাকরির প্রয়োজনের তুলনায় অর্থনৈতিক প্রবৃদ্ধির এই হার এখনও কিছুটা ধীর বলে মনে করি। কারণ আমাদের প্রচুর যুবক রয়েছে, যাদের কর্মসংস্থান করা দরকার।”

বর্তমানে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অন্যান্য প্রধান দেশের অর্থনীতির তুলনায় এগিয়ে থাকলেও পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করছে না। মুম্বই-ভিত্তিক গবেষক সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি অনুসারে, অক্টোবরে সামগ্রিক বেকারত্বের হার ১০.০৫ শতাংশ বেড়েছে, যা গত দু-বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।

HSBC-র হিসাব অনুসারে, আগামী ১০ বছরে দেশে ৭ কোটি কর্মসংস্থান তৈরি করতে হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হার ৭.৫ শতাংশ হতে হবে। তাহলে দুই-তৃতীয়াংশ চাকরির সমস্যা সমাধান সম্ভব। উচ্চ বেকারত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যও উদ্বেগজনক। কারণ আগামী বছরই লোকসভা নির্বাচন। যদিও নরেন্দ্র মোদী সরকাপের তরফে চলতি বছরের শেষেই ১০ লক্ষ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

রঘুরাম রাজন বলেছিলেন, চিন, ভিয়েতনাম-সহ অন্যান্য দক্ষ উৎপাদনকারী দেশগুলির সঙ্গে প্রতিযোগিতা করার জন্য দেশবাসীকে বিশেষ প্রশিক্ষণ দিতে হবে। তবে মহামারীর সময়কার শোচনীয় পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে এসেছি এব বর্তমানে স্থিতিশীল বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে বলেও জানান রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর।

Next Article