আশঙ্কা সত্য়ি করে ফের বাড়ল রেপো রেট। নতুন বছরে প্রথমবারের জন্য রেপো রেট বৃদ্ধির ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। RBI-র গভর্নর শক্তিকান্ত দাস ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধির ঘোষণা করলেন। ফলে বর্তমান রেপো রেট বেড়ে দাঁড়াল ৬.৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবর্ষে এই নিয়ে পঞ্চমবারের জন্য রেপো রেট বৃদ্ধি করল আরবিআই। গত বছর মে মাস থেকে মোট ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। ২০২২ সালের ডিসেম্বরেই কেন্দ্রীয় ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারণ কমিটি (Moneytary Policy Committee) ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল রেপো রেট। এর ফলে রেপো রেট দাঁড়ায় ৬.২৫ শতাংশ। এবার তা আরও ২৫ বেসিস পয়েন্ট বেড়ে হল ৬.৫ শতাংশ। বাজারে ক্রমবর্ধমান মূল্য়বৃদ্ধিকে লাগাম পরানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে।
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এ দিন বলেছেন, বিশ্ব অর্থনীতি এখন আর অতটা খারাপ পরিস্থিতিতে নেই। এবং মূল্যবৃদ্ধিও অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, “আরবিআইয়ের এমপিসি ৪:২ ভোটে সমন্বিত নীতি প্রত্যাহারের দিকে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। এ দিন রেপো রেট বৃদ্ধির পাশাপাশি ২০২৩ সালে ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস জানিয়েছেন আরবিআই গভর্নর। তিনি জানিয়েছেন, ২০২৩ সালে ভারতের জিডিপি থাকবে ৬.৪ শতাংশ। এই রেপো রেট বৃদ্ধির ফলে আম জনতার উপর পড়তে পারে বড় প্রভাব। গৃহ ঋণ ও গাড়ি ঋণের ক্ষেত্রে বাড়তে পারে EMI । তবে এর ফলে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে বাড়তে পারে সুদের হারও।
২০২৩ সালের জন্য গত ৬ ফেব্রুয়ারি প্রথম বৈঠকে বসে রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারণ কমিটি। এই বৈঠকে নির্ধারিত বিভিন্ন সিদ্ধান্ত নিয়েই আজ ঘোষণা করলেন গভর্নর শক্তিকান্ত দাস। এই সাংবাদিক বৈঠকে তিনি কী কী বললেন এক নজরে দেখে নিন-