RBI Repo Rate Hike: বাড়বে ঋণের বোঝা! ফের রেপো রেট বৃদ্ধি করল RBI

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 08, 2023 | 11:11 AM

RBI Monetary Policy: বুধবার ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধির ঘোষণা করলেন RBI গভর্নর শক্তিকান্ত দাস। এর ফলে বর্তমান রেপো রেট দাঁড়াল ৬.৫ শতাংশ।

RBI Repo Rate Hike: বাড়বে ঋণের বোঝা! ফের রেপো রেট বৃদ্ধি করল RBI
ছবি সৌজন্যে: ANI

Follow Us

আশঙ্কা সত্য়ি করে ফের বাড়ল রেপো রেট। নতুন বছরে প্রথমবারের জন্য রেপো রেট বৃদ্ধির ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। RBI-র গভর্নর শক্তিকান্ত দাস ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধির ঘোষণা করলেন। ফলে বর্তমান রেপো রেট বেড়ে দাঁড়াল ৬.৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবর্ষে এই নিয়ে পঞ্চমবারের জন্য রেপো রেট বৃদ্ধি করল আরবিআই। গত বছর মে মাস থেকে মোট ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। ২০২২ সালের ডিসেম্বরেই কেন্দ্রীয় ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারণ কমিটি (Moneytary Policy Committee) ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল রেপো রেট। এর ফলে রেপো রেট দাঁড়ায় ৬.২৫ শতাংশ। এবার তা আরও ২৫ বেসিস পয়েন্ট বেড়ে হল ৬.৫ শতাংশ। বাজারে ক্রমবর্ধমান মূল্য়বৃদ্ধিকে লাগাম পরানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে।

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এ দিন বলেছেন, বিশ্ব অর্থনীতি এখন আর অতটা খারাপ পরিস্থিতিতে নেই। এবং মূল্যবৃদ্ধিও অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, “আরবিআইয়ের এমপিসি ৪:২ ভোটে সমন্বিত নীতি প্রত্যাহারের দিকে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। এ দিন রেপো রেট বৃদ্ধির পাশাপাশি ২০২৩ সালে ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস জানিয়েছেন আরবিআই গভর্নর। তিনি জানিয়েছেন, ২০২৩ সালে ভারতের জিডিপি থাকবে ৬.৪ শতাংশ। এই রেপো রেট বৃদ্ধির ফলে আম জনতার উপর পড়তে পারে বড় প্রভাব। গৃহ ঋণ ও গাড়ি ঋণের ক্ষেত্রে বাড়তে পারে EMI । তবে এর ফলে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে বাড়তে পারে সুদের হারও।

২০২৩ সালের জন্য গত ৬ ফেব্রুয়ারি প্রথম বৈঠকে বসে রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারণ কমিটি। এই বৈঠকে নির্ধারিত বিভিন্ন সিদ্ধান্ত নিয়েই আজ ঘোষণা করলেন গভর্নর শক্তিকান্ত দাস। এই সাংবাদিক বৈঠকে তিনি কী কী বললেন এক নজরে দেখে নিন-

  1. বাইরে থেকে যে সমস্ত পর্যটকরা দেশে আসছেন তাঁরা দেশে থাকাকালীন যাতে ইউপিআই পেমেন্ট ব্যবহার করে মার্চেন্ট পেমেন্ট করতে পারেন তার অনুমতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। শুরুতে জি-২০ দেশগুলি থেকে আগত যাত্রীদের নির্বাচিত আন্তর্জাতিক বিমানবন্দরে এই সুবিধা দেওয়া হবে: আরবিআই গভর্নর
  2. চলতি ২০২২-২৩ অর্থবর্ষে মূল্যবৃদ্ধি রয়েছে ৬.৫ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষে সিপিআই মূল্যবৃদ্ধি ৫.৩ শতাংশ হবে বলে অনুমান : রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস
  3. ২০২৩-২৪ অর্থবর্ষে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশ, প্রথম ত্রৈমাসিকে ৭.৮ শতাংশ, দ্বিতীয় ত্রৈমাসিকে ৬.২ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে ৬ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৫.৮ শতাংশ : আরবিআই গভর্নর
  4. ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে মূল্যবৃদ্ধি ৫.৬ শতাংশের আশেপাশে থাকবে : শক্তিকান্ত দাস
  5. বিশ্ব অর্থনীতি কয়েক মাস আগে যেরকম ছিল সেরকম আর ভয়াবহ নেই। বিশ্বের বড় বড় অর্থনীতিগুলিতে প্রবৃদ্ধির সম্ভাবনা উন্নত হয়েছে এবং মূল্যবৃদ্ধি কমছে। যদিও মূল্যবৃদ্ধি এখনও প্রধান অর্থনীতিগুলিতে লক্ষ্যমাত্রার উপরে রয়েছে: আরবিআই গভর্নর
Next Article
LIC Jeevan Anand: দৈনিক ৪৫ টাকা বিনিয়োগে আয় করুন ২৫ লক্ষ টাকা, দুর্দান্ত স্কিম LIC-র
Layoff: রাতারাতি ১৩০০ কর্মী ছাটাইয়ের ঘোষণা, নিজের বেতনও ৯৮ শতাংশ কমিয়ে দিচ্ছেন এই সংস্থার CEO!