RBI Fine: তিন ব্যাঙ্ককে জরিমানা আরবিআই-এর, কারণ কী

Jan 14, 2024 | 8:45 AM

তিনটি ব্যাঙ্ককে মোট ২.৪৯ কোটি টাকার জরিমানা করা হয়েছে। আরবিআই-এর রেগুলেটরি বিধি লঙ্ঘনের অভিযোগেই এই জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে। ধনলক্ষ্মী ব্যাঙ্ক, পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ককে জরিমানা করেছে আরবিআই।

RBI Fine: তিন ব্যাঙ্ককে জরিমানা আরবিআই-এর, কারণ কী
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: দেশের তিনটি ব্যাঙ্ককে জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা আরবিআই। তিনটি ব্যাঙ্ককে মোট ২.৪৯ কোটি টাকার জরিমানা করা হয়েছে। আরবিআই-এর রেগুলেটরি বিধি লঙ্ঘনের অভিযোগেই এই জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে। ধনলক্ষ্মী ব্যাঙ্ক, পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ককে জরিমানা করেছে আরবিআই।

এর মধ্যে ধনলক্ষ্মী ব্যাঙ্ককে ১ কোটি ২০ লক্ষ টাকার জরিমানা করেছে। ঋণ সংক্রান্ত কিছু নিয়ম এবং কেওয়াইসি সংক্রান্ত নিয়ম ভাঙার জন্য এই জরিমানা করা হয়েছে ওই ব্যাঙ্কটিকে। পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ককে জরিমানা করা হয়েছে ১ কোটি টাকা। এই ব্যাঙ্কও ঋণ পরিষেবা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানার মুখে পড়েছে। কাস্টমার সার্ভিসে গাফিলতির জন্য সেন্ট্রাল ব্যাঙ্ককে ২৯ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দেশের প্রত্যেক ব্যাঙ্ককে মেনে চলতে হয় আরবিআই-এর নিয়ম। বিভিন্ন ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে নির্দিষ্ট কিছু নিয়মাবলী মেনে চলতে হয় ব্যাঙ্কগুলিকে। সেই নিয়ম ভঙ্গ হলে জরিমানা করে আরবিআই। এ ক্ষেত্রেও সে রকমই জরিমানা করা হয়েছে। তবে এর সঙ্গে ওই ব্যাঙ্কে লেনদেনে কোনও প্রভাব নেই বলে আরবিআই-এর তরফে জানানো হয়েছে।

Next Article