RBI, Indian Economy: লাভের মুখ দেখলেও মূল ব্যবসা থেকে আয় কমেছে ব্যাঙ্কগুলোর, চিন্তা বাড়াচ্ছে দেশের অর্থনীতি!
Reserve Bank Of India: তথ্য বলছে, দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এই ত্রৈমাসিকে লাভের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ হাজার ২১৮ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।

২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে কিছুটা হলেও লাভের মুখ দেখল দেশের সরকারি ব্যাঙ্কগুলো। ব্যাঙ্কগুলো লাভের মুখ দেখলেও দেশের অর্থনীতি নিয়ে চিন্তায় বিশেষজ্ঞ মহল। কারণ, তাঁরা বলছেন ব্যাঙ্কগুলো লাভের মুখ দেখলেও তাদের মূল যে ব্যবসা, সেখান থেকে আয় বাড়েনি তাদের। অথচ, রেপো রেট কমানো থেকে শুরু করে ব্যাঙ্কগুলোর আয় বাড়ানোর জন্য একাধিক পদক্ষেপ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
তথ্য বলছে, দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এই ত্রৈমাসিকে লাভের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ হাজার ২১৮ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। এর মধ্যে শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লভ্যাংশই দাঁড়িয়েছে ১৯ হাজার ১৬০ কোটি টাকায়। যা মোট পরিমাণের প্রায় ৪৩ শতাংশ।
ব্যাঙ্কের মূল ব্যবসা অর্থাৎ, ঋণ থেকে ব্যাঙ্কের আয় না বাড়লে এই এত পরিমাণ অর্থ লভ্যাংশ হিসাবে এল কোথা থেকে? বিশেষজ্ঞ মহল বলছে, ব্যাঙ্কগুলো পরিষেবা বাবদ খরচ বাড়ানোর ফলে ও অনুৎপাদক সম্পদ কমানোয় জোর দেওয়ার কারণেই বেড়েছে ব্যাঙ্কগুলোর লাভের অঙ্ক। কিন্তু কিছু ক্ষেত্রে ঋণ দেওয়ার ব্যবসা থেকে আয় কমেছে বাঙ্কগুলোর।
ঋণের ক্ষেত্র থেকে আয় না বাড়ার অর্থ হল, দেশে ঋণের চাহিদা কমেছে। আর শিল্প বা খুচরো ব্যবসা বা বিভিন্ন ধরণের লোনের পরিমাণ বাড়ার অর্থ হল দেশের অর্থনীতির গতি বৃদ্ধি পাওয়া। তবে, একটি ত্রৈমাসিকের ফলাফল দেখে গোটা অর্থবর্ষে কী হতে চলেছে তা বোঝা কখনই সম্ভব নয়। ফলে, দেশের অর্থনীতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা অবশ্যই সময় বলবে।
