Repo Rate: মধ্যবিত্তের পকেটে স্বস্তি, নতুন অর্থবর্ষে রেপো রেট বাড়াল না RBI

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 06, 2023 | 11:29 AM

বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক শক্তিকান্ত দাস জানান, বর্তমান অর্থনীতি পরিস্থিতি মাথায় রেখে রিজার্ভ ব্যঙ্ক রেপো রেট ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Repo Rate: মধ্যবিত্তের পকেটে স্বস্তি, নতুন অর্থবর্ষে রেপো রেট বাড়াল না RBI
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ।

Follow Us

নয়া দিল্লি: নতুন অর্থবর্ষের শুরুতে রেপো রেট অপরিবর্তিতই রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক শক্তিকান্ত দাস জানান, বর্তমান অর্থনীতি পরিস্থিতি মাথায় রেখে রিজার্ভ ব্যঙ্ক রেপো রেট ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন অর্থবর্ষ, অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য আসল প্রবৃদ্ধির হার ৬.৫ শতাংশ হতে পারে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। রেপো রেট অপরিবর্তিত রাখার ফলে আপাতত ঋণের হার বাড়ানো হবে না বলেই জানা গিয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে মনিটারি পলিসি কমিটি সাময়িকভাবে রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রেখেছে। উল্লেখ্য, গত বছরের মে মাস থেকেই ২৫০ বেসিস পয়েন্ট করে রেপো রেট বাড়াচ্ছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তবে এ দিন সেই রীতি ভেঙেই আজ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, মনেটারি পলিসি কমিটির বৈঠকে পাঁচজন সদস্য রেপো রেট বৃদ্ধির বিপক্ষে ভোট দেন। এক সদস্য় রেপো রেট বৃদ্ধির পক্ষে ভোট দেন।

উল্লেখ্য, রিজার্ভ ব্য়াঙ্ক যে সুদের হারে অন্যান্য ব্যাঙ্ককে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে। অন্যান্য ব্যাঙ্কের কাছ থেকে রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে ঋণ নেয়, তাকে রিভার্স রেপো রেট বলে।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে প্রকৃত আর্থিক প্রবৃদ্ধির হার ৬.৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানান, গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আর্থিক প্রবৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ।  দ্বিতীয় ত্রৈমাসিকে তা কমে দাঁড়ায় ৬.২ শতাংশে এবং তৃতীয় ত্রৈমাসিকে সেই হার ৬.১ শতাংশে দাঁড়ায়। অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে তা ৫.৯ শতাংশে কমে দাঁড়িয়েছে।

Next Article