নয়া দিল্লি: বাজার আর বিনিয়োগকারীদের নজর রয়েছে আগামিকাল থেকে হতে চলা রিজার্ভ ব্যাঙ্কের নীতি সমীক্ষা বৈঠকের উপর। কোভিডের নতুন ভ্যারিয়েন্টের আতঙ্ক এবং অর্থনীতি ক্রমশ উন্নতির মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক নতুন কী সিদ্ধান্ত নেয়, সে দিকে লক্ষ্য রয়েছে বিনিয়োগকারীদের। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন,অর্থনীতি শক্তিশালী করতে এখনই রেপো রেট বাড়ানো পথে নাও হাঁটতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।
স্থির থাকতে পারে প্রধান রেটগুলি (Repo Rate, Reverse Repo Rate)
বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে রিজার্ভ ব্যাঙ্ক নিজেদের প্রধান রেটগুলি (Repo Rate, Reverse Repo Rate) অপরিবর্তিত রাখতে পারে। তাদের মতে, বর্তমানে এই বৈঠক ওমিক্রন নিয়ে আশঙ্কার মধ্যে হচ্ছে, আর অর্থনীতি এখনও সম্পূর্ণভাবে কোভিডের প্রভাব থেকে বেরতে পারেনি। এই অবস্থায় রিজার্ভ ব্যাঙ্ক এমন কোনও পদক্ষেপ নিতে চাইবে না যাতে আমজনতার আবেগে কোনও প্রভাব পড়ে। কোটাক ইকোনমি রিসার্চ রিপোর্টে বলা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক তাদের রেট বাড়ানোর আগে অর্থনীতি নিয়ে ছবি আরও পরিস্কার হওয়ার অপেক্ষা করতে পারে। অন্যদিকে প্রপার্টি কনসাল্টেন্ট এনারকের চেয়ারম্যান অনুজ পুরিও রিজার্ভ ব্যাঙ্কের রেট অপরিবর্তিত থাকার অনুমান করছেন। তাঁর মতে, হোম লোনের সস্তা রেট আরও কিছুদিন চলতে পারে। তবে তিনি পরিস্কার করে দিয়েছেন রেপো রেটে বাড়া নিশ্চিত আর সস্তা লোন খুব বেশিদিন পর্যন্ত বজায় রাখা যাবে না।
রিভার্স রেপো রেট বাড়ার সম্ভবনা নেই
অন্যদিকে বিনিয়োগকারীদের তরফে রেপো রেট বাড়ার সম্ভবনা প্রকাশ করা হচ্ছে। তবে এসবিআই এই সম্ভবনাকে অস্বীকার করেছে। এসবিআই রিসার্চ রিপোর্টে বলা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক নিজের পলিসি সমীক্ষায় স্রেফ রিভার্স রেপো রেট নিয়ে কোনও পদক্ষেপ নেবে না। অন্যদিকে কোটাক ইকোনমিক রিসার্চ রিপোর্টেও বলা হয়েছে, রিভার্স রেপো রেট নিয়ে আগামী বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। রিপোর্ট অনুযায়ী, সম্ভবনা রয়েছে রিভার্স রেপো রেট নিয়ে ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট নিয়ে ২০২২-২৩ এর মাঝামাঝি সিদ্ধান্ত নিতে পারে।
সোমবার থেকে শুরু হচ্ছে পলিসি সমীক্ষা বৈঠক
রিজার্ভ ব্যাঙ্কের মানিটরি পলিসি কমিটির বৈঠক ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। অন্যদিকে এই বৈঠকের ফলাফল আগামী ৯ ডিসেম্বর ঘোষণা করা হবে। এর আগে অক্টোবর মাসে হওয়া পলিসি সমীক্ষা বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের রেট অপরিবর্তিত রাখা হয়েছিল। যদি ডিসেম্বর মাসেও রিজার্ভ ব্যাঙ্ক প্রধান রেটগুলি অপরিবর্তিত রাখে তো এটা লাগাতার নবম পলিসি সমীক্ষা হবে যখন রিজার্ভ ব্যাঙ্ক তাদের রেট অপরিবর্তিত রাখল। রেপো রেট এপ্রিল ২০০১ এর পর থেকে সবথেকে সর্বনিম্ন ৪ শতাংশে রয়েছে, অন্যদিকে রিভার্স রেপো রেট রয়েছে ৩.৩৫ শতাংশে। রিভার্স রেপো রেটের অর্থ হল যার অধীনে ব্যাঙ্কগুলি নিজের বেশি নগদ অর্থ রিজার্ভ ব্যাঙ্কের কাছে জমা রাখে। এর উপর রিজার্ভ ব্যাঙ্ক সুদ দেয়। অন্যদিকে রেপো রেটের অর্থ হল যে দরে ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নিয়ে থাকে।