নয়া দিল্লি: আমরা সকলেই কম-বেশি ওষুধ খাই। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই অনেক সময় নিজেরা দোকান থেকে ওষুধ কিনে খাই। কিন্তু, সব ওষুধ এভাবে কিনে খাওয়া একবারেই ঠিক নয়। জানেন কি, কোন ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাওয়া উচিত নয়, সেই বার্তা ওষুধের পাতার পিছনেই দেওয়া থাকে? কখনও লক্ষ্য করেছেন, অনেক ওষুধের পাতার পিছনে লাল দাগ থাকে?
লালা রং সাধারণত বিপদ সংকেত। যে সব ওষুধের পাতার পিছনে লাল দাগ থাকে, সেগুলি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া একেবারেই খাওয়া উচিত নয়। অনেকেই সেই দাগ উপেক্ষা করে অ্যান্টিবায়োটিক-সহ বিভিন্ন ওষুধ কিনে খেয়ে ফেলেন। এটা কখনও উচিত নয়।
অনেক ওষুধের পাতায় আবার আরএক্স, এনআরএক্স, এক্সআরএক্সও লেখা থাকে। এগুলিরও অর্থ, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই সমস্ত ওষুধ খাওয়া উচিত নয়। নিজের মতে এই ধরনের ওষুধ কিনে খেলে বিপদ পর্যন্ত হতে পারে।
তাই লাল দাগ দেওয়া বা আরএক্স, এনআরএক্স, এক্সআরএক্সও লেখা ওষুধগুলি যেমন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কেনা উচিত নয়, তেমনই ওষুধ বিক্রেতাদেরও প্রেসক্রিপশন ছাড়া সেগুলি বিক্রি করা উচিত নয়।