বেচতেই হবে ঋণে ডুবে থাকা কোম্পানি, RBI-এর কাছে ১০ দিন সময় চাইলেন অনিল অম্বানি

Reliance Capital: কর্জে ডুবে যাওয়া কোম্পানি বেচতেই হবে অনিল অম্বানিকে। ৪০,০০০ কোটি টাকার বেশি ঋণের দায়ে জর্জরিত রিলায়েন্স ক্যাপিটাল। সংস্থা কেনার জন্য তৈরি হিন্দুজা গোষ্ঠী। গত শুক্রবারই ছিল রিলায়েন্স ক্যাপিটালকে হিন্দুজা গোষ্ঠীর সংস্থা এশিয়া এন্টারপ্রাইজের কাছে হস্তান্তরের শেষ তারিখ।

বেচতেই হবে ঋণে ডুবে থাকা কোম্পানি, RBI-এর কাছে ১০ দিন সময় চাইলেন অনিল অম্বানি
১০ দিন সময় চাইলেন অনিলImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: May 19, 2024 | 2:38 PM

মুম্বই: আর উপায় নেই। কর্জে ডুবে যাওয়া কোম্পানি বেচতেই হবে অনিল অম্বানিকে। ৪০,০০০ কোটি টাকার বেশি ঋণের দায়ে জর্জরিত রিলায়েন্স ক্যাপিটাল। সংস্থা কেনার জন্য তৈরি হিন্দুজা গোষ্ঠী। গত শুক্রবারই ছিল রিলায়েন্স ক্যাপিটালকে হিন্দুজা গোষ্ঠীর সংস্থা এশিয়া এন্টারপ্রাইজের কাছে হস্তান্তরের শেষ তারিখ। ২০২৩-এর ১৭ নভেম্বর এই হস্তান্তরের অনুমোদন দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। তারা ৬ মাসের সময়সীম দিয়েছিল। কিন্তু, এশিয়া এন্টারপ্রাইজের হাতে রিলায়েন্স ক্যাপিটালের সম্পদ হস্তান্তরের জন্য আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অনিল অম্বানি। সূত্রের খবর, ব্যবসা স্থানান্তরের সময়সীমা আরও ১০ দিন বাড়ানোর জন্য রিজার্ভ ব্যাঙ্কের কাছে অনুরোধ করেছেন তিনি।

আরবিআই-কে, আরসিএপি প্রশাসন অনুরোধ জানিয়েছে, ২৭ মে পর্যন্ত সময়সীমা বাড়ানো হোক। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের মুম্বই শাখার পক্ষ থেকে, রিলায়েন্স ক্যাপিটালের জন্য হিন্দুজা গোষ্ঠীর ফার্ম, ইন্ডাসইন্ড ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেডের ৯,৬৫০ কোটি টাকার রেজোলিউশন প্ল্যান অনুমোদন করেছিল। সেই সময়, ইন্ডাসইন্ড ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেডকে তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ৯০ দিন সময় দিয়েছিল ট্রাইবুনাল। প্রসঙ্গত, ২৭ মে তারিখেই সেই ৯০ দিনের সময়সীমা শেষ হচ্ছে।

২০২১ সালের নভেম্বরে, রিলায়েন্স ক্যাপিটালের পুরোনো বোর্ডকে খারিজ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। পরিচালনা সংক্রান্ত সমস্যা এবং অর্থপ্রদানের ত্রুটির অভিযোগ ছিল অনিল ধীরুভাই অম্বানি গোষ্ঠীর এই সংস্থার বিরুদ্ধে। এরপর, নাগেশ্বর রাও ওয়াই-কে সংস্থার প্রশাসক হিসাবে নিযুক্ত করেছিল আরবিআই। ২০২২-এর ফেব্রুয়ারিতে সংস্থা অধিগ্রহণের জন্য দরপত্র চেয়ে বিজ্ঞপ্তি দেন নাগেশ্বর রাও। প্রত্যাশার তুলনায় কম দর হাঁকায়, প্রথম চারজন আবেদনকারীর রেজোলিউশন প্ল্যানই প্রত্যাখ্যান করেছিল ব্যাঙ্ক কমিটি। একটি চ্যালেঞ্জ প্রক্রিয়া শুরু করা হয়। এরপর, ইন্ডাসইন্ড ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেড এবং টরেন্ট ইনভেস্টমেন্ট নিলামে অংশ নেয়। শেষ পর্যন্ত বাজিমাত করে হিন্দুজা গোষ্ঠীর আইআইএইচএল।