নয়া দিল্লি: দেশের প্রথমসারির দুই শিল্পপতি হওয়ার সুবাদে আসমুদ্রহিমাচলই তাদের চেনে। অনেকেই তাদের বিলাসিতার গল্প শুনে তাদের মতো জীবন যাপন করতে চায়। দিন যত গিয়েছে, দু’জনের ধনসম্পদের পরিমাণ ততই বেড়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানী পুনরায় এশিয়ায় ‘সবচেয়ে ধনী’ ব্যক্তি হিসেবে মনোনীত হয়েছেন। অপর ভারতীয় শিল্পপতি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিকে টপকে গিয়ে রিলায়েন্স কর্তার মুকুটে এই নতুন পালক যোগ হয়েছে। শুধুমাত্র তাই নয় বিশ্বের ধনী তালিকায় আদানিকে অষ্টম স্থান থেকে সরিয়ে সেই স্থান নিশ্চিত করেছেন মুকেশ। ব্লুমবার্গ বিলিয়নেয়র ইনডেক্স অনুযায়ী মুকেশ অম্বানীর মোট সম্পদের পরিমাণ ৯ হাজার ৯৭০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে স্থানচ্যুত হয়ে বিশ্বের তালিকায় নবম স্থানে থাকা গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ৯ হাজার ৮৭০ কোটি মার্কিন ডলার।
বিগত ২৪ ঘণ্টায় ব্লুমবার্গ বিলিয়নেয়র ইনডেক্স সব ধনকুবেরদের মোট সম্পদরে পরিমাণ খতিয়ে দেখে একথা জানিয়েছে। তাদের মতে, মুকেশের সম্পদের পরিমাণ ৩০০ কোটি ৫৯ লক্ষ মার্কিন ডলার বেড়েছে, অন্যদিকে আদানির সম্পদের পরিমাণ ২০০ কোটি ৯৬ লক্ষ মার্কিন ডলার বেড়েছে। শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার মূল্য ৩ শতাংশ বেড়েছে। বিগত দু’দিনে বৃদ্ধির পরিমাণ প্রায় ৭ শতাংশ। ২০২২ সালে রিলায়েন্সের শেয়ার মূল্য সব মিলিয়ে ১৬.৬১ শতাংশ বেড়েছে এবং গত বছর এই শেয়ার থেকে ২৭ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছিল।
মার্চ মাসে কোম্পানির ত্রৈমাসিক পারফরম্যান্সের বিশ্লেষণ করে দেখা গিয়েছিল এই সংস্থা ২২.৫ শতাংশ মুনাফা করেছে যার মোট পরিমাণ ১৬ হাজার ২০২৩ কোটি টাকা। গত বছর মুনাফার পরিমাণ ছিল ১৩ হাজার ২২৭ কোটি টাকা। গত বছর সংস্থার রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২ লক্ষ ১১ হাজার ৮৮৭ কোটি টাকা।