কলকাতা: এবার নতুন খেলা শুরু মুকেশ অম্বানির। CCI থেকে এসেছে বহু অপেক্ষিত অনুমোদন। ওয়াল্ট ডিজনি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ভারতীয় মিডিয়া সম্পদের সাড়ে আট বিলিয়ন ডলার মার্জ হতে চলেছে। ফলে, দেশের সর্ববৃহৎ মিডিয়া সংস্থা হিসাবে উঠে আসার দৌড়ে প্রথম স্থান প্রায় রিলায়েন্সের হাতে চলে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের বড় অংশ। যদিও এই সংযুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা শোনা যাচ্ছিল। সম্প্রতি এই চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা। এরপর সিসিআই উভয় পক্ষকে কিছু বিষয়ে জবাবও দিতে বলা হয়। শেষ পর্যন্ত গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।
Competition Commission of India এর তথ্য বলছে, ইতিমধ্যেই কিছু বদলের সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভায়াকম ১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেড, ডিজিটাল ১৮ মিডিয়া লিমিটেড, স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং স্টার টেলিভিশন প্রোডাকশন লিমিটেডের প্রস্তাবিত সংযুক্তিকে অনুমোদন দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতেই এই সংযুক্তিকরণের কথা শোনা গিয়েছিল। এই চুক্তি বাস্তবায়িত হলেই এটিই দেশের বৃহত্তম মিডিয়া কোম্পানিতে পরিণত হবে বলে মনে করা হচ্ছে। এই চুক্তির অধীনে, রিলায়েন্স এবং এর সহযোগী কোম্পানিগুলির কাছে মোট ইউনিটের ৬৩.১৬ শতাংশ শেয়ার থাকবে। ওয়াল্ট ডিজনির কাছে বাকি ৩৬.৮৪ শতাংশ শেয়ার থাকবে। একীভূতকরণের পরে নতুন মিডিয়া কোম্পানির হাতে দুটি স্ট্রিমিং পরিষেবা ছাড়াও ১২০টি টিভি চ্যানেল থাকবে।
সূত্রের খবর, এই উদ্যোগে সবথেকে প্রাধান্য পেতে চলছে টিভি চ্যানেলগুলি। রিলায়েন্সের মালিকানাধীন Viacom18-এ কমেডি সেন্ট্রাল, নিকেলোডিয়ন এবং এমটিভি সহ ৪০টি টেলিভিশন চ্যানেল রয়েছে। ডিজনি স্টারের প্রায় ৮০টি চ্যানেল রয়েছে। একইসঙ্গে Viacom 18 ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দ্বারা পরিচালিত ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলির টিভি স্বত্ব পাচ্ছে। অন্যদিকে ডিজনির কাছে ২০২৭ সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টিভি স্বত্ব রয়েছে।