কলকাতা: ভারতের চতুর্থ বৃহত্তম গাড়ি বাজার কিন্তু ভারতেই। আর এখানেই এখন বৈদ্যুতিক গাড়ির বাজারে ঝোড়ো ইনিংস খেলতে শুরু করেছে Tata Motors। এই নতুন আঙিনায় নিজেদের আধিপত্য বজায় রাখতে, প্রতিযোগিতার বাজারে টিকে থাকার পাশাপাশি নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রতন টাটার প্রিয় সংস্থা এই টাটা মোটরস। শুনতে অবাক লাগলেও টাটার গাড়িগুলি এখন চাইনিজ ব্যাটারিতে চলবে। সূত্রের খবর এমনটাই। সোজা কথায় ইভি বাজারে নিজেদের ক্ষমতা ধরে রাখতে চিনের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রতন টাটার কোম্পানি।
লাইভ মিন্টের সূত্র মতে, Tata Motors তার বৈদ্যুতিক গাড়ির জন্য একটি চিনা নির্মাতার কাছ থেকে ব্যাটারি প্যাক কেনার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে বিজনেস ডেইলির মতে, টাটা মোটরস চিনের অকটিলিয়ন পাওয়ার সিস্টেম থেকে ব্যাটারি আনছে। নিজেদের কার্যক্ষমতা বৃদ্ধি করতেই তাঁদের এই সিদ্ধান্ত। বর্তমানে টাটা মোটরস টাটা অটোকম্প সিস্টেম থেকে ব্যাটারি নেয়।
বর্তমানে Tiago, Tigor, Punch, Nexon এর মতো টাটাদের বিদ্যুতিক গাড়ির ভালই চাহিদা রয়েছে। সম্প্রতি আবার বাজারে এসেছে Tata Curve. তবে সংস্থার তরফে শীঘ্রই Harrier-এর একটি EV মডেল লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। টাটা মোটরস সম্প্রতি স্টকের দামে বড় লাফ দিয়ে বিশ্বের শীর্ষ ১০টি অটোমোটিভ কোম্পানিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে৷ এটিই ভারতের প্রথম কোম্পানি যা বিশ্বের শীর্ষ ১০টি অটোমোটিভ কোম্পানির তালিকায় জায়গা করে নিতে পেরেছে। টাটা মোটরসের স্টক এই বছর ৫০ শতাংশের বেশি বেড়েছে। ২০২৩ সালে যা ছিল ১০১ শতাংশের বেশি। কোম্পানির মার্কেট ক্যাপ সম্পর্কে কথা বললে ৩১ জুলাই ৫১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।