নয়া দিল্লি: লেনদেন প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে ইউপিআই ব্যবস্থা। পকেটে আর নগদ টাকা রাখার প্রয়োজন পড়ে না, অনলাইনেই চায়ের দোকান থেকে শুরু করে শপিং মলে পেমেন্ট করা যায়। এবার আর্থিক ব্যবস্থায় আরও বড় বদল আনার পরিকল্পনা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। শীঘ্রই ব্যাঙ্কে টাকাও জমা রাখা যাবে ইউপিআই-র মাধ্যমে।
শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ জানান, শীঘ্রই ইউপিআই-র মাধ্যমে ব্যাঙ্কে টাকা জমা বা ক্যাশ ডিপোজিটের ব্য়বস্থাও চালু করা হবে। এতদিন শুধুমাত্র ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ জমা দেওয়া যেত। এবার তা ইউপিআই-র মাধ্যমেও করা যাবে।
ক্যাশ ডিপোজিট মেশিনের গুরুত্ব বুঝিয়ে আরবিআই-র গভর্নর গতকালই বলেছেন যে আগে শুধুমাত্র ব্যাঙ্কের শাখাগুলিতেই টাকা জমা দেওয়ার সুবিধা পাওয়া যেত। ব্যাঙ্কের উপরে চাপ কমাতে এবং গ্রাহকদের সুবিধার জন্যই ক্য়াশ ডিপোজিট মেশিন আনা হয়েছে।
এবার টাকা জমা রাখার ক্ষেত্রেও সংযোজন করা হবে ইউপিআই ব্যবস্থা। আরবিআই গভর্নর এই প্রসঙ্গে বলেন, “ইউপিআই-র গ্রহণযোগ্যতা এবং তার বহুল ব্যবহার, সুযোগ-সুবিধা দেখেই আমরা পরিষেবা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি। এটিএম থেকে ইউপিআই-র মাধ্যমে কার্ড ছাড়াই টাকা তোলার সুবিধা নয়, শীঘ্রই টাকা জমাও দেওয়া যাবে।”