কলকাতা: নতুন অর্থ বছর শুরুর সঙ্গে সঙ্গেই বিনিয়োগের পরিকল্পনা করে ফেলছেন বহু মানুষ। শেয়ার বাজার থেকে মিউচুয়াল ফান্ড, সর্বত্রই নতুন করে খাতা খুলছেন হাজার হাজার মানুষ। কিন্তু, বিশেষজ্ঞদের একটা বড় অংশ বলছেন ফিক্সড ডিপোজিট বা FD তে বিনিয়োগ করার এটাই সেরা সময়। আপনার বিনিয়োগ থাকবে নিরাপদে বাম্পার রিটার্নও আসবে। কিন্তু তাঁরা এমনটা কেন বলছেন? শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এপ্রিলের জন্য মুদ্রানীতি সামনে এনেছে। টানা সপ্তম বার রেপো রেটে কোনও পরিবর্তন হয়নি। এবারও এটি ৬.৫০ শতাংশেই রয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যারা, এফডিতে বিনিয়োগ করছেন তারা এর থেকে সরাসরি সুবিধা পাবেন।
রেপো রেটে কোনো পরিবর্তন না হওয়ায় দেশের অধিকাংশ ব্যাঙ্কে ঋণে সুদের হার আগের মতোই রাখবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যাতে বাজারে নগদের গতি বজায় থাকবে। এমনি ক্ষেত্রেও ব্যাঙ্কগুলি সুদের হার খুব দ্রুত কমাবে না বলেই মনে করা হচ্ছে। এর কারণ হিসাবে বলা হচ্ছে মুদ্রাস্ফীতির কথা। মূদ্রাস্ফীতি এখনও ৫ শতাংশ বা তার ওপরে রয়ে গিয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বাজারে ভারসাম্য তৈরি করার জন্য ব্যাঙ্কগুলি এই সময়ের মধ্যে FD-তে সুদের হার উচ্চ মাত্রাতেই রাখবে। এই অবস্থায় উচ্চ মাত্রায় সুদের জন্য ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের পরিমাণ কমবে, উল্টে বেশি সংখ্যক মানুষ ঋণ পরিশোধ করবে। ফলে ব্যাঙ্কে আসা অর্থের প্রবাহ বেশি থাকবে বলেই মত ওয়াকিবহাল মহলের। ওয়াকিবহাল মহলের ধারণা, এই সমস্ত দিক বিবেচনা করে এই সময় এফডি থেকে বেশি রিটার্ন পাওয়া যেতে পারে। তবে প্রায় এক বছর ধরে FD-এর সুদের হার একই জায়গায় রয়েছে। বর্তমানে দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক এফডিতে ৮.৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। একই সময়ে, ছোট ফাইন্যান্স ব্যাঙ্কগুলি মানুষকে এফডিতে ৯ শতাংশ পর্যন্ত বার্ষিক সুদ দিচ্ছে।