ঋণ মেটানো নিয়ে Reserve Bank Of India-র সিদ্ধান্ত, বিরাট প্রভাব পড়বে গ্রাহকদের উপর!
RBI: আরবিআইয়ের এই নির্দেশ প্রযোজ্য হবে ১ জানুয়ারি ২০২৬-এর পরে নেওয়া বা রিনিউ করা লোনের ক্ষেত্রে। আরবিআইয়ের এই নির্দেশিকা সমস্ত ব্যাঙ্কিং ও নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি বা NBFC-র জন্যই।

লোন মেটানো নিয়ে এবার নতুন নির্দেশিকা জারি করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেউ যদি সময়ের আগে লোন মিটিয়ে ফেলতে চান এত দিন তাঁকে একটা প্রি-পেমেন্ট চার্জ দিতে হত। আর আরবিআই নতুন এই নিয়ম নিয়ে এলে সেই প্রি-পেমেন্ট করতে গেলে এবার থেকে আর বাড়তি খরচ করতে হবে না। অর্থাৎ এবার থেকে মুক্তি মিলবে প্রি-পেমেন্টের এই জরিমানার হাত থেকে।
আরবিআইয়ের এই নির্দেশ প্রযোজ্য হবে ১ জানুয়ারি ২০২৬-এর পরে নেওয়া বা রিনিউ করা লোনের ক্ষেত্রে। আরবিআইয়ের এই নির্দেশিকা সমস্ত ব্যাঙ্কিং ও নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি বা NBFC-র জন্যই। এর ফলে কোটি কোটি ঋণগ্রহীতা বিশেষত হোম লোন ও এমএসএমই লোন নিয়েছেন যাঁরা তাঁরা সরাসরি উপকৃত হবেন।
১ জানুয়ারি ২০২৬-এর পরে নেওয়া বা রিনিউ করা যে কোন লোনের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে। পেমেন্টস ব্যাঙ্ক ছাড়া যে সব কমার্সিয়াল ব্যাঙ্ক, কো-অপারেটিভ ব্যাঙ্ক, এনবিএফসি ও অন্যান্য অর্থনৈতিক সংস্থার উপর লাগু হবে এই নিয়ম। ফিক্সড রেট লোন বা যে সব লোন নয়া এই নিয়মের অধীনে আসবে না, সেই লোনগুলো প্রি পেমেন্ট করতে কত জরিমানা দিতে হবে, তা নতুন লোনের ঋণপত্র উল্লেখ করতে হবে।
