Return and Investment: ডবল ডবল টাকা হবে এই সরকারি স্কিমে, বিনিয়োগ করলে নিশ্চিত রিটার্ন!
Post Office Scheme: ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট বা পোস্ট অফিসের টার্ম ডিপোজিট ছাড়াও পোস্ট অফিসের এমন কিছু স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করে টাকা দ্বিগুণ করা যেতে পারে।

টাকা বিনিয়োগের পর দারুণ রিটার্ন পেতে সকলেই চায়। আর এই বিষয়টা দেখতে গিয়ে অনেকেই সুরক্ষিত রিটার্নের বিষয়টা ভুলে যায়। শেয়ার বাজার থেকে নিশ্চিত রিটার্ন পাওয়া যায় না। যদি ভাল স্টকে বিনিয়োগ করাও হয় অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে গিয়ে হয়তো ভাল রিটার্ন আসে। কিন্তু শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে হলে অনেক পড়াশোনা করে ভাল স্টকের খোঁজ পেতে হয়। আর সেই কারণেই অনেকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে চায় না।
এই জায়গায় অনেকেই ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট বা পোস্ট অফিসের টার্ম ডিপোজিটের উপর ভরসা করে। তবে এইগুলো ছাড়াও পোস্ট অফিসের এমন কিছু স্কিম রয়েছে যে স্কিমে বিনিয়োগ করে টাকা দ্বিগুণ করা যেতে পারে। কিসান বিকাশ পত্র এমনই একটা স্কিম, যেখানে বিনিয়োগের মাধ্যমে টাকা দ্বিগুণ করার কথা ভাবেন বিনিয়োগকারীরা।
কিসান বিকাশ পত্র পোস্ট অফিসের এমন একটা স্কিম যা ৯ বছর ৭ মাসে অর্থ দ্বিগুণ করার গ্যারেন্টি দেয়। সর্বনিম্ন ১ হাজার টাকা টাকা থেকে কিসান বিকাশ পত্র বিনিয়োগ শুরু করা যায়। এতে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। সরকারি এই প্রকল্প বার্ষিক ৭.৫ শতাংশ হারে রিটার্ন দেয়। তবে শুধুমাত্র আমি বা আপনি এই প্রকল্প বিনিয়োগ করতে পারব, এমনটা নয়। ১০ বছর বয়সের শিশুর নামেও এই প্রকল্পে অ্যাকাউন্ট খোলা যায়।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
