Rice Export Ban: পরিবার পিছু মাত্র এক প্যাকেট চাল! উদ্বেগে প্রবাসী ভারতীয়রা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 30, 2023 | 6:26 AM

Rice Export Ban: ইতিমধ্যেই ইন্ডিয়ান মানিটারি ফান্ড আবেদন করেছে যাতে ভারত চাল রফতানি বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে আসে।

Rice Export Ban: পরিবার পিছু মাত্র এক প্যাকেট চাল! উদ্বেগে প্রবাসী ভারতীয়রা
স্টোরে লাগানে হয়েছে বিজ্ঞপ্তি
Image Credit source: twitter

Follow Us

বাসমতী ছাড়া অন্য চাল বিদেশে রফতানি করা হবে না। সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর ভারতের সেই সিদ্ধান্তের জেরেই বিপাকে পড়েছেন আমেরিকা সহ একাধিক দেশের মানুষ, বিশেষত প্রবাসী ভারতীয়রা।

বেশির ভাগ ভারতীয়ের খাদ্যাভ্যাসে মূল খাদ্য হল চাল তথা ভাত। তাই ভাত ছাড়া কীভাবে থাকবেন, এটা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসীরা। আমেরিকার গ্রসারি শপগুলিতে পড়েছে লম্বা লাইন। বেশ কিছু ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, হুড়োহুড়ি করে চালের প্যাকেট কেনার চেষ্টা করছেন বহু মানুষ। সবাই চাইছেন বেশি করে চাল কিনে রেখে দিতে।

সম্প্রতি মার্কিন মুলুকে কিছু কিছু দোকানে দেখা গিয়েছে হোর্ডিং-এ লেখা, প্রতি পরিবার পিছু এক কেজি করেই চাল দেওয়া হবে। অর্থাৎ সবার মধ্যে যাতে সম বন্টন হয়, তার জন্যই এই ব্যবস্থা। অনেক স্টোরে চালের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ইন্ডিয়ান মানিটারি ফান্ড আবেদন করেছে যাতে ভারত চাল রফতানি বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে আসে।

Next Article
IT File: প্যান ও আধার কার্ড লিঙ্ক না থাকলেও আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন, জানুন বিস্তারিত
Masala Price Hike: শুধু টমেটো নয়, হলুদ-জিরে-মেথিরও দাম বাড়ছে হু হু করে