বাসমতী ছাড়া অন্য চাল বিদেশে রফতানি করা হবে না। সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর ভারতের সেই সিদ্ধান্তের জেরেই বিপাকে পড়েছেন আমেরিকা সহ একাধিক দেশের মানুষ, বিশেষত প্রবাসী ভারতীয়রা।
বেশির ভাগ ভারতীয়ের খাদ্যাভ্যাসে মূল খাদ্য হল চাল তথা ভাত। তাই ভাত ছাড়া কীভাবে থাকবেন, এটা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসীরা। আমেরিকার গ্রসারি শপগুলিতে পড়েছে লম্বা লাইন। বেশ কিছু ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, হুড়োহুড়ি করে চালের প্যাকেট কেনার চেষ্টা করছেন বহু মানুষ। সবাই চাইছেন বেশি করে চাল কিনে রেখে দিতে।
At the Indian store today for spices, I checked to see if rice prices went up due to the export ban.
I was shocked to see this.
Limits on quantities.Stock up on your staples NOW. Other countries are looking at the ban on rice and are stock piling. pic.twitter.com/kns8AtoQ3E
— Lisa Muhammad (@iamlisamuhammad) July 23, 2023
সম্প্রতি মার্কিন মুলুকে কিছু কিছু দোকানে দেখা গিয়েছে হোর্ডিং-এ লেখা, প্রতি পরিবার পিছু এক কেজি করেই চাল দেওয়া হবে। অর্থাৎ সবার মধ্যে যাতে সম বন্টন হয়, তার জন্যই এই ব্যবস্থা। অনেক স্টোরে চালের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ইন্ডিয়ান মানিটারি ফান্ড আবেদন করেছে যাতে ভারত চাল রফতানি বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে আসে।