Rupee Price Fall: হু হু করে পড়ছে টাকার দাম, যুদ্ধ আবহে বড় ‘বিপদে’র প্রমাদ গুনছেন বিনিয়োগকারীরা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 09, 2022 | 12:17 PM

Rupee Price Fall: শুক্রবার বাজার বন্ধ হওয়ার আগে ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম ৭৭ টাকা ৫ পয়সায় নেমে দাঁড়িয়েছিল। এদিন সকালে বাজার খুলতেই তা ৭৭ টাকা ৪২ পয়সায় নেমে দাঁড়িয়েছে।

Rupee Price Fall: হু হু করে পড়ছে টাকার দাম, যুদ্ধ আবহে বড় বিপদের প্রমাদ গুনছেন বিনিয়োগকারীরা
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: বাজারে মন্দা যেন আর আর কাটতেই চাইছে না। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) রেপো রেটের হার বাড়াতেই ধস নেমেছিল শেয়ার বাজারে। এবার রেকর্ড পতন হল টাকার দামে (Rupee Price)। সোমবার সকালে ডলার প্রতি টাকার দাম সর্বনিম্ন হারে পৌঁছয়। বর্তমানে  ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম নেমে দাঁড়িয়েছে ৭৭ টাকা ৪০ পয়সায়। বাজার বিশেষজ্ঞদের মতে, একদিকে চিনে কড়া লকডাউন, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে শেয়ার বাজারে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন।

শুক্রবার বাজার বন্ধ হওয়ার আগে ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম ৭৭ টাকা ৫ পয়সায় নেমে দাঁড়িয়েছিল। এদিন সকালে বাজার খুলতেই তা ৭৭ টাকা ৪২ পয়সায় নেমে দাঁড়িয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, মন্দার বাজারে সুরক্ষিত থাকতেই বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করছেন না। ফেব্রুয়ারি মাসের শেষভাগ থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর থেকেই ঝুঁকি নিতে নারাজ বিনিয়োগকারীরা। যুদ্ধ জারি থাকায়, বিনিয়োগকারীদের মনেও ভয় থেকে যাচ্ছে। এর জেরেই গোটা বিশ্ব বাজারে আর্থিক মন্দা দেখা দিয়েছে।

গত সপ্তাহে ফেডেরাল রিজার্ভ তাদের বেঞ্চমার্ক ফান্ডের দর ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর পর ডলারের দাম ক্রমশ বাড়তে শুরু করেছে। জুন মাসে এই বেসিস পয়েন্টের ৭৫ পয়েন্ট বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে অন্যান্য দেশের মুদ্রার দাম যেখানে কমছে, সেখানেই বিশ্ব বাজারে যাবতীয় বাণিজ্য-লেনদেন ডলারে হওয়ায় মার্কিন মুদ্রার দাম ক্রমশ বেড়েই চলেছে।

মে মাসের মধ্যে ভারতীয় ইক্যুয়িটি বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ৬৪০০ কোটি টাকার বিনিয়োগ তুলে নিয়েছে। এরফলে ভারতের বাণিজ্যিক বাজারে মন্দার প্রভাব আরও বাড়তে পারে বলে মনে করা হয়েছে। গোদের উপরে বিষফোঁড়ার মতো আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ক্রুড তেলের দাম বাড়ছে ক্রমাগত। বর্তমানে ব্যারেল প্রতি ক্রুড তেলের দাম ১১০ ডলার পার করেছে। দেশে তেলের মোট চাহিদার ৮৫ শতাংশই বিদেশ থেকে আমদানি করে, আগামিদিনে রাশিয়ার সঙ্গে কম দামে তেল কেনার চুক্তি না করতে পারলে, আরও সমস্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Next Article