সিওল: স্যামসাংয়ের (Samsung) ভাইস চেয়ারম্যান জে ইংয় লিকে আড়াই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়ার উচ্চ আদালত। ঘুষকাণ্ডে জড়িত থাকার কারণে সোমবার স্যামসাং প্রধানকে এই সাজা শুনিয়েছে সিওল হাইকোর্ট। ২০১৪ সাল থেকে স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান ছিলেন লি। এর আগেও ঘুষকাণ্ডে গ্রেফতার হয়েছেন স্যামসাং প্রধান।
২০১৭ সালে তিনি প্রথম গ্রেফতার হন। সে সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল প্রেসিডেন্ট পার্ক গিউন হে-র ঘনিষ্ঠ সহযোগীকে ঘুষ দেওয়ার। সেই মামলায় লিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই একই ঘটনায় প্রাক্তন প্রেসিডেন্ট পার্ক গিউন হে নিজেও সাজা পেয়েছিলেন। আবেদনের ভিত্তিতে পরে অবশ্য সাজা কমে লি-র। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে লি-র অর্ধেক সাজাও স্থগিত রাখার সিদ্ধান্ত জানায় সিওল হাইকোর্ট। সেই মামলারই রায় ছিল আজ।
যেখানে আড়াই বছরের সাজা ঘোষণা হয় তাঁর। লি-র সাজা ঘোষণা হওয়ার ফলে স্যামসাং কোম্পানিতে প্রশ্নের মুখে পড়ল তাঁর ভবিষ্যত। তবে সিওল হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ থাকলেও সে পথে লি হাঁটবেন না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ সুপ্রিম কোর্টই আই রায়ের দায়িত্ব দিয়েছিল সিওল হাইকোর্টকে।
আরও পড়ুন: বাইডেন-কমলার শপথ গ্রহণ! কীভাবে লাইভ দেখবেন মার্কিন মসনদের ক্ষমতা বদল?
স্যামসাং প্রধানের গ্রেফতারির পর তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে বিভিন্ন দেশের শেয়ার বাজারে। পড়তে শুরু করেছে স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ার। ভারতে স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ার এক ধাক্বায় ৩.৪১ শতাংশ নেমে গিয়েছে। স্যামসাং সি অ্যান টি-র শেয়ার পড়েছে ৬.৮ শতাংশ।