পরীক্ষা না দিয়েও State Bank Of India-তে চাকরি, পকেটে আসবে মোটা অঙ্কের টাকা!
SBI Recruitment: এমন অনেক পদে রয়েছে স্টেট ব্যাঙ্কে যেখানে কোনও পরীক্ষা ছাড়াই নিয়োগ হয়। জানেন নাকি কোন কোন পদে এমন চাকরি রয়েছে?

সরকারি চাকরির পরীক্ষা দেয় অনেকেই। তার মধ্যে কেউ চাকরি পায়, আবার কারও কপালে চাকরি জোটে না। আর সেই চাকরি যদি হয় স্টেট ব্যাঙ্কের মতো সংস্থায়, তাহলে তো আর কথাই নেই। কিন্তু স্টেট ব্যাঙ্কে চাকরি পেতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু এমন অনেক পদে রয়েছে স্টেট ব্যাঙ্কে যেখানে কোনও পরীক্ষা ছাড়াই নিয়োগ হয়।
হ্যাঁ, ঠিকই পড়েছেন। পরীক্ষা ছাড়াই স্টেট ব্যাঙ্কে নিয়োগ হয়। এর মধ্যে যেমন রয়েছে কিছু স্পেশাল ক্যাডার অফিসার, তেমনই রয়েছে কিছু ছোট পদও। অ্যাডভার্টাইসমেন্ট নম্বর CRPD/SCO/2025-26/02-এর অধীনে কন্ট্র্যাকচুয়াল বেসিসে কিছু অফিসার নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক।
আবার কিছু ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের সরাসরি চুক্তির ভিত্তিতে নিয়োগ করে স্টেট ব্যাঙ্ক। এ ছাড়াও মেডিক্যাল অফিসার, অগ্নিনির্বাপণ ডিপার্টমেন্টে নিয়োগের ক্ষেত্রে চুক্তি ভিত্তিক কর্মচারী নিয়োগ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আবার স্টেট ব্যাঙ্কের সুরক্ষার সঙ্গে যুক্ত আধিকারিক বা কর্মীদেরও চুক্তির ভিত্তিতে নিয়োগ করে সংস্থা।
এ ছাড়াও স্টেট ব্যাঙ্ক লোন ডিপার্টমেন্ট বা ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে কমিশনের ভিত্তিতে অনেক কর্মী নিয়োগ করে। তবে, স্টেট ব্যাঙ্কের ক্লার্ক, প্রবেশনারি অফিসার ইত্যাদি ক্ষেত্রে প্রিমিনারি পরীক্ষা, মেনস বা অ্যাডভান্স পরীক্ষা ও ইন্টারভিউয়ের পরই নিয়োগ হয়।
বিশেষ দ্রষ্টব্য: এই লেখায় উল্লিখিত সমস্ত বিষয় ইন্টারনেট ও স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে নেওয়া। TV9 বাংলার নিয়োগ সম্পর্কিত কোনও বক্তব্য বা পরামর্শ নেই।
