SBI Fixed Deposits Interest : SBI গ্রাহকদের জন্য সুখবর, এক লাফে অনেকটাই বাড়ল FD তে সুদের হার, জানুন বিশদে

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 11, 2022 | 11:57 AM

SBI Fixed Deposits Interest : ফিক্সড ডিপোজ়িটে সুদের হার বাড়ানোর ঘোষণা করেছে এসবিআই। ১০ মে থেকেই এই নয়া সুদের হার কার্যকর হয়েছে।

SBI Fixed Deposits Interest : SBI গ্রাহকদের জন্য সুখবর, এক লাফে অনেকটাই বাড়ল FD তে সুদের হার, জানুন বিশদে
ফাইল চিত্র

Follow Us

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank Of India) হল সববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের তরফে রেপো রেট বৃদ্ধি করা হয়েছে। আরবিআই এর এই ঘোষণার পরই একে একে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজ়িটে সুদের হার বাড়িয়েছে। এবার সে পথেই হাঁটল এসবিআই (SBI)। ২ কোটি ও তার বেশি পরিমাণের আমানতের উপর দীর্ঘমেয়াদী ফিক্সড ডিপোজ়িটে সুদের হার বাড়ানো হল। ১০ মে থেকে এই নতুন সুদের হার কার্যকর হয়েছে বলে এসবিআই-র তরফে জানানো হয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য, ৭ দিন থেকে ৪৫ দিনের-এরকম স্বল্পমেয়াদী ফিক্সড ডিপোজ়িটে সুদের হার বাড়াচ্ছে না এসবিআই।

এসবিআই-র এই নতুন সুদের হারে ৪৬ দিন থেকে ১৪৯ দিনের ফিক্সড ডিপোজ়িটে ৫০ বেসিস পয়েন্ট বেশি রিটার্ন পাওয়া যাবে। এক বছরের বেশি এবং ২ বছরের কম আমানতের জন্য, সুদ ৪০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। ২ থেকে ৩ বছরের মধ্যে সুদের হার ৬৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। ৩ থেকে ৫ বছর এবং ৫ থেকে ১০ বছরের জন্য করা ফিক্সড ডিপোজ়িটে বৃদ্ধির হার আরও বেশি। এর জন্য, মানুষ এখন ৪.৫ শতাংশ সুদ পাবেন, যা আগে ৩.৬ শতাংশ ছিল।

এসবিআই-র নয়া সুদের হারের তালিকা

৭ থেকে ৪৫ দিন – ৩ শতাংশ

৪৬ থেকে ১৭৯ দিন – ৩.৫ শতাংশ

১৮০ দিন থেকে ২১০ দিন – ৩.৫ শতাংশ

২১১ দিন থেকে ১ বছর – ৩.৭৫ শতাংশ

১ বছর থেকে ২ বছর – ৪ শতাংশ

২ বছর থেকে ৩ বছর – ৪.২৫ শতাংশ

৩ বছর থেকে ৫ বছর – ৪.৫ শতাংশ

৫ বছর থেকে ১০ বছর- ৪.৫ শতাংশ

Next Article