কলকাতা: স্বপ্নের বাড়ি তৈরি করা ইচ্ছে কার না থাকে? মাথার ওপর স্থায়ী ছাদের বন্দোবস্ত করার জন্য অনেকেই মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করেন, এবং তিলে তিলে টাকা সঞ্চয় করে বাড়ি কেনা বা বানানোর চেষ্টা করেন। তবে বর্তমানে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে বাড়ি কেনার মতো বিপুল অঙ্কের টাকা অনেকেই জোগাড় করে উঠতে পারেননা। অগত্যা তাদের হোম লোন বা গৃহঋণের আশ্রয় নিতে হয়। তবে গৃহঋণ নেওয়ার ক্ষেত্রে রয়েছে অনেক ধরনের সমস্যা। একে তো এই লোন নিতে হলে বিভিন্ন ধরনের নথিপত্র ব্যাঙ্কে জমা দিতে হয়, অন্যদিকে ঋণ অনুমোদন পেলেও আসল টাকা মেটানোর পাশাপাশি মোটা অঙ্কের সুদ দিতে হয়। বাড়ি কিনতে যারা আগ্রহী তাদের জন্য বড় সুযোগ নিয়ে এল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। দেশের অন্যতম সেরা এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অল্পসুদে হোম লোন দিচ্ছে। যারা বাড়ি কিনতে চান, তারা এই ঋণের জন্য আবেদন করতে পারেন। এই ঋণ পেতে বেশ কিছু শর্তের কথা বলেছে ব্যাঙ্ক। পাশাপাশি রয়েছে ইএমআইয়ের হিসেব। এক নজরে দেখে নেওয়া যাক
#GoAhead, #GoBig. Get your dream home with SBI Home Loans. Visit: https://t.co/nLCuFyTiJL#SBIHomeLoans #DreamHome #AmritMahotsav #AzadiKaAmritMahotsavWithSBI pic.twitter.com/D33BZeHzir
— State Bank of India (@TheOfficialSBI) April 12, 2022
শর্তাবলী:
আরও পড়ুন Passport Application: কী ভাবে পাসপোর্টের জন্য আবেদন করবেন? জেনে নিন পদ্ধতি