SBI: এসবিআই থেকে হতে পারে অতিরিক্ত উপার্জন, এই স্কিমের শেষ সময়সীমা বাড়ল

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 21, 2023 | 7:03 AM

SBI Scheme: ব্যাঙ্ক থেকেই যদি অতিরিক্ত উপার্জন করা যায়, তাহলে কেমন হবে ভাবুন। আর সেটা যদি এসবিআই থেকে হয়, তাহলে তো টেনশন নেই। অতিরিক্ত উপার্জনের বিশেষ স্কিম নিয়ে এসেছে SBI, যার নাম WeCare FD। স্কিমটি আগে আনা হলেও সম্প্রতি এই স্কিমের শেষ তারিখ বাড়ানো হয়েছে।

SBI: এসবিআই থেকে হতে পারে অতিরিক্ত উপার্জন, এই স্কিমের শেষ সময়সীমা বাড়ল
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (ফাইল ছবি)
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: ব্যাঙ্ক থেকেই যদি অতিরিক্ত উপার্জন করা যায়, তাহলে কেমন হবে ভাবুন। আর সেটা যদি এসবিআই থেকে হয়, তাহলে তো টেনশন নেই। অতিরিক্ত উপার্জনের বিশেষ স্কিম নিয়ে এসেছে SBI, যার নাম WeCare FD। স্কিমটি আগে আনা হলেও সম্প্রতি এই স্কিমের শেষ তারিখ বাড়ানো হয়েছে। এবার এই এফডি-তে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এই স্কিমের উপকারিতা জেনে নিন…

 

 

এসবিআই ওয়েকেয়ারের সুবিধা

SBI We-Care FD বিশেষভাবে প্রবীণ নাগরিকদের জন্য চালু করা হয়েছে। এই স্কিমে প্রবীণ নাগরিকেরা ৫ থেকে ১০ বছরের জন্য মেয়াদী স্থায়ী আমানত করতে পারেন। SBI-এর V-Care FD-তে ব্যাঙ্ক ৭.৫ শতাংশ পর্যন্ত বার্ষিক সুদ দেয়। যা সাধারণ FD-তে SBI প্রবীণ নাগরিকদের নিয়মিত সুদের চেয়ে মাত্র ০.৫০ শতাংশ বেশি।

অন্যান্য ব্যাঙ্কগুলিও বিশেষ এফডি নিয়ে এসেছে

শুধু এসবিআই নয়, দেশের আরও অনেক ব্যাঙ্কও প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুদ বা বিশেষ এফডি দিচ্ছে। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC ব্যাঙ্ক, ‘সিনিয়র সিটিজেন কেয়ার এফডি’-তে ০.২৫ শতাংশ অতিরিক্ত সুদ দেয়। অর্থাৎ এই স্কিমে সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। একইভাবে ICICI ব্যাঙ্কের ‘Golden Years FD’-তে বয়স্ক ব্যক্তিরা ওই ব্যাঙ্কের সাধারণ এফডি-র তুলনায় ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ পান। এটি সর্বোচ্চ ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ দেয়।

কেবল অতিরিক্ত সুদ প্রদান নয়, FD-তে বিনিয়োগের উপর আয়কর ছাড়ের সুবিধাও নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আয়কর আইনের ১৫ জি বা ১৫ এইচ ধারার অধীনে কর ছাড়ের জন্য আবেদন করা যেতে পারে।

Next Article