মুম্বই: দেশ তথা বিশ্ব জুড়ে ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়তেই গতি ধীর হয়েছিল শেয়ার সূচকের। তবে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দেড়শো পার করতেই, এ দিন সকালে শেয়ার সূচকে ব্যাপক পতন হয়। সকালেই বাজার খুলতে বাজার খুলতেই সেনসেক্সের (Sensex) সূচকে প্রায় ১৩৩০ পয়েন্ট পতন হয়। অন্যদিকে, নিফটি(Nifty)-র সূচকও ১৬. ৬০০ হাজার পয়েন্টে নেমে এসেছে।
এ দিন সকালে সেনসেক্স সূচকে ১৩৩০ পয়েন্ট পতন হয়, ৫৫,৬৮১ অঙ্কে কমে দাঁড়ায় এই সূচক। সেনসেক্সের পাশাপাশি নিফটি ৫০-র সূচকেও পতন হয়েছে। ৪০৩ পয়েন্টের পতন হয়ে বর্তমান সূচক কমে দাঁড়িয়েছে ১৬,৫৮২-এ।
বাজার বিশেষজ্ঞদের মতে, সপ্তাহের প্রথম দিনেই শেয়ার সূচক ও তেলের মূল্যে পতনের পিছনে ওমিক্রন সংক্রমণই দায়ী। ইউরোপ সহ বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই সংক্রমণ রুখতে কড়া নিয়মবিধি জারি করা হয়েছে। নতুন বছর শুরু হওয়ার ঠিক আগেই বিশ্বঅর্থনীতি এক নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। স্বাভাবিকভাবেই ভারতীয় শেয়ার বাজারেও তার প্রভাব পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মেলার পরই আতঙ্ক তৈরি হয়েছে। দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন, ইউরোপের একাধিক দেশে ব্য়াপকহারে করোনা ও ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। দেশেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৫০ পার করেছে। এই নতুন ভ্যারিয়েন্ট রুখতে করোনা টিকাও কার্যকরী হবে না, এই আশঙ্কাতেই লকডাউনের আতঙ্ক তৈরি হয়েছে নতুন করে। ফলে অনিশ্চিত পরিস্থিতিতে নতুন করে বিনিয়োগ করতে রাজি নন বিনিয়োগকারীরা।
নিফটির হিসাবে হিরো মোটরকর্প, বাজাজ ফিন্যান্স, টাটা স্টিল, ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্ক সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছে। সেনসেক্সের প্রায় ১৪০০ পয়েন্ট পতনের কারণে বাজাজ ফিন্যান্স, ইন্ডাসল্যান্ড, টাটা স্টিল, কোটাক মাহিন্দ্রা ও অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারে পতন হয়েছে।
আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে বেজিং কিছুটা আশার আলো দেখিয়েছে। এক বছরের ঋণের ক্ষেত্রে সুদের হার কিছুটা কমায়, আগামিদিনে পাঁচ বছরের ঋণের ক্ষেত্রেও সুদ কমবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ২০ মাস বাদে এই প্রথম বেজিংয়ে ঋণে সুদের হার হ্রাস করা হল। তবে চিন ও জাপানের শেয়ার বাজারে যথাক্রমে ০.৪ শতাংশ ও ০.৮ শতাংশ পতন হয়েছে। জাপানের নিক্কেইও ১.৭ শতাংশ পতন হয়েছে। দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারে ১.২ শতাংশ পতন হয়েছে।
ওমিক্রনের জেরে নেদারল্যান্ডে লকডাউন জারি হওয়ায়, বাকি দেশগুলির উপরও চাপ সৃষ্টি হয়েছে। তবে আমেরিকায় এখনও লকডাউন জারি করার কোনও পরিকল্পনা নেই বলেই জানানো হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি আন্তর্জাতিক বাজারে শেয়ার সূচকের পতন জারি থাকে, তবে দেশের বাজারেরও তার প্রভাব পড়বে। তবে এই নেতিবাচক প্রভাব বেশিদিন থাকবে না বলেই মনে করা হচ্ছে। গতবছরের করোনা সংক্রমণের সময়ে শেয়ার বাজারে ব্যপক পতন হলেও, পরে যেভাবে বাজার ঘুরে দাঁড়িয়েছিল, তাও উল্লেখযোগ্য ছিল। সেইসময়ে বিনিয়েগকারীরা ব্যপক লাভ করেছিলেন।
এবারও শেয়ার বাজারের পতনকে সুযোগ হিসাবেই ব্যবহার করতে বলছেন বিনিয়োগ পরামর্শদাতারা। বর্তমানে শেয়ারের মূল্য কম থাকায়, অল্প টাকায় শেয়ার কিনে পরবর্তী সময়ে মোটা টাকা লাভ করা যেতে পারে।