কলকাতা: এক বছরে দাম বেড়েছে ৩১০ শতাংশের বেশি। ৬ মাসে বেড়েছে ১৬৭ শতাংশের বেশি। তাতেই খুশির জোয়ার বিনিয়োগকারীদের মধ্যে। সোজা কথায় বিগত কয়েক মাসে ঝড়ের গতিতে বেড়েছে Suzlon Energy Ltd-এর শেয়ারের দাম। বর্তমানে সংস্থার মার্কেট ক্যাপিটাল ৫০ হাজার কোটিরও বেশি। পরিসংখ্যান বলছে, গত ৫২ সপ্তাহে সংস্থার শেয়ারগুলির সর্বোচ্চ দাম ওঠে ৪৪ টাকা। সর্বনিম্ন দাম ছিল ৭ টাকার কাছে।
পরিসংখ্য়ান এও বলছে, চলতি বছরের ২৩ জুন এই সংস্থার এক একটি শেয়ারের দাম ছিল ১৩.৮৫ টাকা। ৩০ অগস্ট দাম দাঁড়ায় ২৬ টাকার কাছাকাছি। ২০ অক্টোবর দাম ছিল ৩২.৫০ টাকা। ১৭ নভেম্বর আবার দাম দাঁড়ায় ৪২.৩০ টাকা। যদিও বিগত কয়েকদিনে দামটা কিছু নেমে গিয়েছে। শুক্রবার মার্কেট বন্ধের সময় দাম দাঁড়ায় ৩৭.০৫ টাকা। প্রসঙ্গত, সম্প্রতি কেপি গ্রুপ থেকে ১৯৩.২ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ প্রকল্পের অর্ডার পেয়েছে Suzlon Energy Ltd. এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর চর্চা চলেছে বিনিয়োগকারীদের মধ্যে। শেয়ার কেনার জন্যও তুমুল উৎসাও দেখা গিয়েছে বিগত কয়েক মাসে।
বাজার বিশেষজ্ঞদের মতে, নতুন অর্ডারের হাত ধরেই দালাল স্ট্রিটে খেলা ঘুরিয়ে দিয়েছে সুজলন। পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত বছরের ২৩ ডিসেম্বর থেকে চলতি বছরের ২২ ডিসেম্বর পর্যন্ত এই স্টকটি প্রায় আড়াইশো শতাংশ রিটার্ন দিয়েছে। এখন দেখার আগামীতে আরও কতটা শ্রীবৃদ্ধি দেখা যায় দেশের বায়ু শক্তি সেক্টরের বৃহত্তম এই সংস্থার।
বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।