খুলেছে শোরুম, অগস্ট থেকেই মিলতে পারে গাড়ি, ভারতে Tesla-র দাম কত রাখলেন Elon Musk?
Tesla Cars: টেসলার সাংহাই প্ল্যান্টে তৈরি মডেল ওয়াই ইতিমধ্যে ভারতে নিয়ে আসা হয়েছে। ভারতে এই গাড়ি বিক্রি করতে গিয়ে আপাতত ৭০ শতাংশ করের মুখে পড়তে চলেছে ইলন মাস্কের সংস্থা।

ভারতের টেসলা ফ্যানেদের অবশেষে স্বপ্নপূরণ। ভারতে তাদের প্রথম শোরুম খুলে ফেলল ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা। মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে তাদের এই শোরুমটি উদ্বোধন হল জুলাইয়ের ১৫ তারিখ। এখনও পর্যন্ত জানা গিয়েছে, আপাতত টেসলা মডেল ওয়াই পাওয়া যাবে ভারতে। আর, মনে করা হচ্ছে অগস্টের ১ তারিখ থেকেই ভারতে পাওয়া যাবে টেসলার গাড়ি।
টেসলার সাংহাই প্ল্যান্টে তৈরি মডেল ওয়াই ইতিমধ্যে ভারতে নিয়ে আসা হয়েছে। যদিও ভারতে এই গাড়ি বিক্রি করতে গিয়ে আপাতত ৭০ শতাংশ করের মুখে পড়তে চলেছে ইলন মাস্কের সংস্থা। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, ভারতে টেসলার ক্রেতারা এই করের কারণেই হয়তো প্রায় ১০ হাজার ডলার বাড়তি খরচ করবে।
যা জানা গিয়েছে, প্রায় ৭০ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ লক্ষ টাকায় ভারতে মডেল ওয়াই বিক্রি করতে চলেছে টেসলা। এই একই গাড়ির দাম চিনে ৩৬ হাজার ডলার। আমেরিকায় প্রায় ৪৫ হাজার ডলার ও জার্মানিয়ে প্রায় ৫৩ হাজার ডলার।
