AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Silver Price Hike: ১ বছরে ২৫০ শতাংশ বৃদ্ধি! রুপোর বাড়বাড়ন্তের নেপথ্যে আসলে কী?

Silver Surges by 250 Percent: ১ জানুয়ারি যেখানে ১ কেজি রুপোর দাম ছিল ৮০ হাজার টাকার কম সেখানে ২৯ ডিসেম্বর রুপোর দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৮১ হাজার টাকা। অর্থাৎ, ১ বছরে রুপোর দাম বেড়েছে প্রায় ২৫০ শতাংশ! আর এই দিক থেকে সোনাকেও টেক্কা দিয়েছে এই ধাতু।

Silver Price Hike: ১ বছরে ২৫০ শতাংশ বৃদ্ধি! রুপোর বাড়বাড়ন্তের নেপথ্যে আসলে কী?
কেন এইভাবে বাড়ছে রুপোর দাম?Image Credit: Sven Hoppe/picture alliance via Getty Images
| Updated on: Dec 30, 2025 | 2:40 PM
Share

২০২৫ সালের শেষের দিকে এসে একেবারে আকাশ ছুঁয়ে ফেলেছে রুপোর দাম। ১ জানুয়ারি যেখানে ১ কেজি রুপোর দাম ছিল ৮০ হাজার টাকার কম সেখানে ২৯ ডিসেম্বর রুপোর দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৮১ হাজার টাকা। অর্থাৎ, ১ বছরে রুপোর দাম বেড়েছে প্রায় ২৫০ শতাংশ! আর এই দিক থেকে সোনাকেও টেক্কা দিয়েছে এই ধাতু। কিন্তু রুপোর এই দাম বাড়ার পিছনে কি কোনও বিপদ লুকিয়ে রয়েছে? কী বলছেন বিশেষজ্ঞরা?

কেন এই দাম বৃদ্ধি?

বাজার বিশেষজ্ঞরা বলছেন, রুপোর এই দাম বৃদ্ধির পিছনে কারণ কিন্তু সাধারণ বিনিয়োগ নয়। গত ৫ বছর ধরে বিশ্বে রুপোর জোগানে কিছুটা হলেও ঘাটতি চলছে। বিশেষ করে সোলার প্যানেল এবং ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ায় রুপোর ব্যবহার কয়েক গুণ বেড়েছে। কিন্তু সেই তুলনায় খনি থেকে উত্তোলন বাড়েনি।

বাস্তব কী বলছে?

জানলে অবাক হবেন, বাজারে যত টাকার রুপোর কেনাবেচা হচ্ছে, বাস্তবে কিন্তু রুপোর মজুত ততটাও নয়। চিনের মতো দেশ, যেখানে রুপোর বিরাট ভাণ্ডার মজুত রয়েছে, চলতি বছরে সেই দেশের রফতানি গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। আগামী বছর চিন রুপো রপ্তানিতে কড়াকড়ি করলে রুপোর বাজার আরও চড়তে পারে।

বিশেষজ্ঞরা কী বলছেন?

অর্থনীতিবিদদের মতে, রুপোর এই বৃদ্ধি যতটা চিত্তাকর্ষক, ঠিক ততটাই ভঙ্গুর। জোগান না বাড়লে যে কোনও সময় বাজারে বড়সড় ধস নামতে পারে।

কী করতে পারেন?

আপনি যদি এখন রুপোতে বিনিয়োগ করতে চান, তবে সাবধান। কারণ রুপোর দাম ইতিমধ্যেই ২ লক্ষ ৫০ হাজার পার করে দিয়েছে। ফলে, এখনই হুজুগে পড়ে চড়া দামে সব টাকা ঢালবেন না। আগামী ৩ থেকে ৬ মাস বাজার কোন দিকে যায়, সেদিকে কড়া নজর রাখুন।

  • কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
  • বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।