Fixed Deposit: বড় অঙ্কের স্থায়ী আমানত নাকি ছোট অঙ্কের, কোনটা বেশি লাভজনক? ভেবেছেন কখনও…

Savings Plan: বেশি টাকার ফিক্সড ডিপোজিট করলেই যে আপনার বেশি লাভ হবে এমন ধারণা কিন্তু ঠিক নয়। একটা বেশি টাকার ফিক্সড ডিপোজিটের তুলনায় যদি আপনি অনেকগুলি ছোট ছোট ফিক্সড ডিপোজিট খোলেন, তাহলে তা আপনার জন্য বেশি লাভজনক হতে পারে।

Fixed Deposit: বড় অঙ্কের স্থায়ী আমানত নাকি ছোট অঙ্কের, কোনটা বেশি লাভজনক? ভেবেছেন কখনও...
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 6:30 AM

নয়া দিল্লি: কষ্ট করে সঞ্চয়ের টাকা গচ্ছিত (Savings) রাখার জন্য মধ্যবিত্ত পরিবারের প্রথম অপশন স্থায়ী আমানত (Fixed Deposit)। ব্যাঙ্কে স্থায়ী আমানত খুলে মোটা অঙ্কের টাকা গচ্ছিত রাখলে, একদিকে যেমন তা নিরাপদও থাকে, তেমনই মেয়াদ শেষে নিশ্চিত রিটার্নও পাওয়া যায়। সেই কারণে ফিক্সড ডিপোজিট খোলার প্রতি সাধারণ মানুষের আগ্রহও বাড়ছে। কিন্তু কত টাকা ব্যাঙ্কে ফিক্সড করা বেশি লাভজনক? সেটা কখনও ভেবে দেখেছেন? বেশি টাকার ফিক্সড ডিপোজিট করলেই যে আপনার বেশি লাভ হবে এমন ধারণা কিন্তু ঠিক নয়। একটা বেশি টাকার ফিক্সড ডিপোজিটের তুলনায় যদি আপনি অনেকগুলি ছোট ছোট ফিক্সড ডিপোজিট খোলেন, তাহলে তা আপনার জন্য বেশি লাভজনক হতে পারে। তাই যদি বেশি লাভ করতে চান, তাহলে ছোট ছোট একাধিক ফিক্সড ডিপোজিট থাকার সুবিধা বুঝে নিন।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বড় অঙ্কের স্থায়ী আমানতের তুলনায় অনেকগুলো ছোট অঙ্কের স্থায়ী আমানত থাকা বেশি লাভদায়ক। ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে, অনেকক্ষেত্রেই তাতে মেয়াদ শেষে বেশি সুদ পাওয়া যায়। তবে এক্ষেত্রে ফিক্সড ডিপোজিট খোলার আগে শর্তাবলীতে ভাল করে চোখ বুলিয়ে নিতে হবে। বাজার বিশেষজ্ঞদের মতে, যদি আপনার কাছে অনেক টাকা থাকে, তাহলে সেটা একটি ফিক্সড ডিপোজিটে জমা না করে, আলাদা আলাদা করে ভাগ করে বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করা যেতে পারে। আর এতে আরও একটি বড় সুবিধা হল, যদি আপনার হঠাৎ করে কোনও টাকার দরকার পড়ে, তাহলে আপনি যে কোনও একটি ছোট ফিক্সড ডিপোজিট মেয়াদ পূরণের আগে ভেঙে ফেলতে পারেন। কিন্তু যদি আপনার বড় অঙ্কের একটাই ফিক্সড ডিপোজিট থাকে, তাহলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে।

এবার একটু হিসেবটা বুঝে নেওয়া যাক। মনে করুন, কোনও একজন ব্যক্তি ১ লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিট করেছেন। আবার অপর একজন ব্যক্তি দুটি আলাদা ব্যাঙ্কে ২৫ হাজার টাকার দুটি ফিক্সড ডিপোজিট করেছেন। সেক্ষেত্রে যদি হঠাৎ টাকার প্রয়োজন হয়, তাহলে প্রথম ব্যক্তিকে পুরো ১ লাখ টাকার স্থায়ী আমানতই ভাঙতে হবে। কিন্তু দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে যে কোনও একটি এফডি ভাঙলে, অপরটি নিরাপদ থাকবে।