নয়া দিল্লি: কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari ) দেশে বাস, লরি এবং গাড়ি চালানোর জন্য গ্রিন হাইড্রোজেনের ব্যবহার করার পরিকল্পনা করছেন। গডকরী বলেছেন, তিনি শহরে নিকাশির জল (Sewages water) আর কঠিন বর্জ্যের ব্যবহার করে হরিৎ হাইড্রোজেন উৎপাদন করারও পরিকল্পনা করছেন।
কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ীর দাবি, তিনি দ্রুতই দিল্লির রাস্তায় গ্রিন হাইড্রোজেনে চালিত গাড়ি চালাবেন। সম্ভবনা রয়েছে তিনি ১ জানুয়ারি থেকে এমনটা করবেন। এর জন্য চিনি পাইলট প্রোজেক্টের অধীনে একটি গাড়ি কিনেছেন আর ফরিদাবাদের একটি অয়েল রিসার্চ সেন্টার থেকে গ্রিন হাইড্রোজেনও নিয়েছেন। তিনি বৃহস্পতিবার একটি অনুষ্ঠান চলাকালীন বলেন, তিনি দ্রুতই গাড়ি নিয়ে বেরবেন যাতে মানুষকে জানাতে পারেন যে এমনটা সম্ভব।
গডকড়ীর পরিকল্পনা কি
গডকড়ী বলেছেন, ‘আমি আগামী দু-তিন দিনে একটি ফাইলে স্বাক্ষর করতে চলেছি, যেখানে নির্মাতাদের ১০০ শতাংশ বায়ো-এথেনালে চলা ইঞ্জিন তৈরি করার জন্য বলা হবে।’ তিনি আরও বলেন, দেশ বর্তমানে প্রত্যেক বছর ৪ লক্ষ কোটি টাকার পেট্রোল ডিজেল এবং পেট্রোলিয়াম পণ্য আমদানি করে। তিনি বলেন, ‘যদি দেশ এইভাবে নিজের খরচ বজায় রাখে, তাহলে এর আমদানির বিল আগামী পাঁচ বছরে বেড়ে ২৫ লক্ষ কোটি টাকা হয়ে যাবে।’
গাড়ি চলবে গ্রিন হাইড্রোজেনে
কেন্দ্রীয়মন্ত্রী আরও জানিয়েছেন, সরকার গ্রিন হাইড্রোজেনে চালিত সার্বজনিক পরিবহন চালানোর পরিকল্পনা করছে। তিনি বলেন, আমরা চাই, গাড়ি, বাস, লরি সবকিছুই গ্রিন হাইড্রোজেনেই চলে। এর জন্য নদী-নালায় বাহিত নোংরা জল ব্যবহার করা হোক, তা দিয়ে গ্রিন হাইড্রোজেন তৈরি করা হোক। তিনি এটাও বলেছেন যে সেই দিন দূরে নয় যখন যানবাহল গ্রিন হাইড্রোজেনে চলবে।
প্রসঙ্গত দীপাবলির পূর্ব সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের তরফে পেট্রোল ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কম করা হয়েছিল। তা সত্ত্বেও দেশের বেশকিছু শহরে পেট্রোল ডিজেলের দাম সেঞ্চুরির ঘরেই নিয়েছে। পেট্রোল ডিজেলের এক্সাইজ ডিউটি কম করার পরও জ্বালানি তেলের দাম নিয়ে অনেকটাই সমালোচিত হতে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। যারপরেই তাদের তরফে পেট্রোল-ডিজেলের উপর নির্ভরতা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। তার জন্য এথনাল ব্লেন্ডিং (Ethanol Blending)-এর কাজ শুরু হয়েছে। এখন সরকার দেশে দ্রুতই ফ্লেক্স ফুয়েল (Flex Fuel) পেশ করার চেষ্টা করে চলেছে। বলা হচ্ছে এতে সাধারণ মানুষ দামি পেট্রোল ডিজেল থেকে মুক্তি পাবে আর গাড়ির জ্বালানি পাওয়া যাবে প্রতি লিটার ৬০ টাকায়। কেন্দ্রীয় পরিবহণমন্ত্রীর গ্রিন হাইড্রোজেনে গাড়ি চালানো তারই প্রথম পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: Indian Railways: মাল লোডিংয়ে গত বছরের রেকর্ড ভাঙল রেল