LPG cylinders: এবার রান্নার গ্যাসের সিলিন্ডারেও ‘কিউআর কোড’, কী কী সুবিধা মিলবে?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 17, 2022 | 6:31 PM

QR codes in Domestic LPG cylinders: বুধবার পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, খুব শিগগিরই রান্নার গ্যাসের সিলিন্ডারে কুইক রেসপন্স কোড বা কিউআর কোড থাকবে।

LPG cylinders: এবার রান্নার গ্যাসের সিলিন্ডারেও কিউআর কোড, কী কী সুবিধা মিলবে?
খুব শিগগিরই রান্নার গ্যাসের সিলিন্ডারে কুইক রেসপন্স কোড বা কিউআর কোড থাকবে

Follow Us

নয়া দিল্লি: সব কিছু পরিকল্পনামাফিক চললে খুব শিগগিরই রান্নার গ্যাসের সিলিন্ডারে কুইক রেসপন্স কোড বা কিউআর কোড (QR code in LPG Cilinders) থাকবে। বুধবার পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি (Hardeep Singh Puri) জানিয়েছেন, এই ব্যবস্থার ফলে সিলিন্ডার চুরি যাওয়া, সেগুলির খোঁজ পাওয়া এবং মজুত করার ক্ষেত্রে ডিজিটাল সমাধান পাওয়া যাবে। ‘কিউআর কোড’ হল একটি ‘অপটিক্যাল লেবেল’। লেবেলটি যে পণ্যের গায়ে neieva থাকে, কোডের মধ্যে সেই পণ্য সম্পর্কে বিশদ তথ্য থাকে। কিউআর কোডটি স্মার্ট ফোনের স্ক্যানিং অ্যাপ বা অপটিক্যাল স্ক্যানারের নিচে ধরলে, ওই তথ্য পড়া যায়। বর্তমানে বিভিন্ন পণ্যের গায়েই কিউআর কোড দেখা যায়। স্মার্টফোনের স্ক্যানার অ্যাপ ব্যবহার করে খুব সহজেই সেই কোডে লুকোনো তথ্য পড়ে ফেলা যায়।

বর্তমানে, উত্তর প্রদেশে ‘বিশ্ব এলপিজি সপ্তাহ ২০২২’ উদযাপন করা হচ্ছে। বুধবার সেই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন পেট্রোলিয়াম মন্ত্রী। পরে, তিনি এই বিষয়ে একটি ভিডিয়ো ক্লিপ টুইট করেন। সেই ভিডিয়োতে হরদীপ সিং পুরি বলেন, “বাড়ল সন্ধানের ক্ষমতা। এটা একটা উল্লেখযোগ্য উদ্ভাবন। বিদ্যমান এলপিজি সিলিন্ডারগুলির গায়ে এই কিউআর কোড লাগানো হবে। আর নতুন সিলিন্ডারগুলির গায়ে কিউআর কোডগুলি ঝালাই করা থাকবে। এগুলি সক্রিয় হলে, চুরি যাওয়া, সন্ধান করা, মজুত ব্যবস্থার উন্নয়নের মতো অনেকগুলি সমস্যার সমাধান হতে পারে।”

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই কিউআর কোড দেওয়া ২০,০০০টি নতুন সিলিন্ডার বাজারে ছাড়া হয়েছে। আগামী কয়েক মাসেই ১৪.২ লিটারের সমস্ত এলপিজি সিলিন্ডারে কিউআর থাকাটা নিশ্চিত করা হবে। এই নয়া উদ্যোগের ফলে এলপিজি সিলিন্ডারগুলি চুরি যাওয়া যেমন বন্ধ হতে পারে, পাশাপাশি কিউআর কোডের মধ্যে সংশ্লিষ্ট সিলিন্ডারটির নিরাপত্তা পরীক্ষা তথ্য এবং কোথায় সিলিন্ডারে গ্যাস ভরা হয়েছে – এই সমস্ত তথ্য থাকবে।

এই অনুষ্ঠানে হরদীপ সিং পুরি এই ব্যবস্থা বাস্তবায়িত করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। পাশাপাশি তিনি সাশ্রয়ী এবং শুদ্ধ শক্তির বিষয়েও আলোচনা করেন। তিনি আরও জানান, এলপিজ এনার্জি মিক্স, দক্ষতা, সংরক্ষণ, বায়ো এলপিডি, সিন্ছেটিক এলপিজি ইত্যাদি ক্ষেত্রে উদ্ভাবন একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি সদজতর করবে। অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের ক্ষতির মোকাবিলাতেও সহায়ক হবে।

Next Article