AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৬০ দিনের মধ্যেই ভারতে শুরু হতে চলেছে Starlink-এর ইন্টারনেট পরিষেবা, কত টাকা নেবে Elon Musk-এর সংস্থা?

Elon Musk: বর্তমানে, গোটা পৃথিবীতে অনেক দেশেই পরিষেবা দিয়ে থাকে স্টার লিঙ্ক। ২৬ জুন ২০২৫-এর তথ্য বলছে ইতিমধ্যে লোয়ার আর্থ অরবিটে ৭ হাজার ৮৭৫টি স্যাটেলাইট পাঠিয়েছে ইলন মাস্কের সংস্থা।

৬০ দিনের মধ্যেই ভারতে শুরু হতে চলেছে Starlink-এর ইন্টারনেট পরিষেবা, কত টাকা নেবে Elon Musk-এর সংস্থা?
| Updated on: Jul 03, 2025 | 2:22 PM
Share

ভারতের ইন্টারনেট পরিষেবা দিতে প্রায় ৩ বছর আগে আবেদন করেছিল ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক। আর অবশেষে ছাড়পত্র পেয়েছেন তাঁরা। আগামী ২ মাসের মধ্যেই এই দেশের পরিষেবা শুরু করতে পারে এই সংস্থা, জানা গিয়েছে এমনটাই।

বর্তমানে, গোটা পৃথিবীতে অনেক দেশেই পরিষেবা দিয়ে থাকে স্টার লিঙ্ক। ২৬ জুন ২০২৫-এর তথ্য বলছে ইতিমধ্যে লোয়ার আর্থ অরবিটে ৭ হাজার ৮৭৫টি স্যাটেলাইট পাঠিয়েছে ইলন মাস্কের সংস্থা। সংবাদমাধ্যম সূত্রে খবর, ৫০ থেকে ২৫০ এমবিপিএসের মধ্যে থাকবে স্টারলিঙ্কের স্পিড। আর যেহেতু কোনও তার ছাড়া স্যাটেলাইটের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হয় বলে, পৃথিবীর যে কোনও জায়গায় খুব সহজেই পৌঁছে যায় স্টারলিঙ্কের পরিষেবা।

কিন্তু আপনি যদি স্টারলিঙ্কের ইন্টারনেট কানেকশন নেন, তাহলে কেমন খরচ পড়বে? তথ্য বলছে স্টারলিঙ্কের স্ট্যান্ডার্ড কিটের দাম নাকি মাত্র ৩৯৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ৩৩ হাজার টাকার আশেপাশে। এর মধ্যে থাকে অ্যান্টেনা, স্ট্যান্ড, রাউটার, কেবল ও পাওয়ার অ্যাডাপ্টারের মতো দ্রব্যাদি। আর স্টারলিঙ্কের ইন্টারনেট রাখতে চালু রাখতে গেলে মাসিক খরচ পড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা।