Startup Company: এই সংস্থায় বিপুল টাকা বিনিয়োগ করলেন অক্ষয় কুমার ও বীরেন্দ্র সওবাগ

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Apr 24, 2023 | 11:52 AM

Startup Company: TBOF জানাচ্ছে শীঘ্রই তাঁরা মাঠে নামতে চলেছে। অর্গানিক ফার্মিংয়ে উৎসাহ বাড়াতে কৃষকদের জন্য ট্রেনিং সেন্টার খোলার পাশাপাশি জোর দেওয়া হবে বাণিজ্যের দিকটিতেও।

Startup Company: এই সংস্থায় বিপুল টাকা বিনিয়োগ করলেন অক্ষয় কুমার ও বীরেন্দ্র সওবাগ

Follow Us

কলকাতা: বিনিয়োগ করেছেন বহু জায়গায়। এবার তাঁদের পছন্দ অর্গানিক ফার্মিং স্টার্টআপ। Two Brothers Organic Farms (TBOF) নামে এই সংস্থার বিনিয়োগ করতে চলেছে বিখ্যাত বলিউড অভিনেতা অক্ষয় কুমার ( Akshay Kumar), প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সওবাগ (Virender Sehwag)। শীঘ্রই এই সংস্থাটি পথচলা শুরু করতে চলেছে। তাঁর আগে তাঁরা পাশে পেয়ে গিয়েছেন এই দুই কিংবদন্তিকে। ইতিমধ্যেই তাঁরা প্রায় সাড়ে ১৪ কোটি টাকা তুলে ফেলেছেন বাজার থেকে। অক্ষয়-বীরেন্দ্র ছাড়াও এই সংস্থায় ইতিমধ্যেই বিনিয়োগ করেছেন তেজেস চিৎলাঙ্গি, দুর্গা দেবী ওহাঘা, জাভেদ তাপিয়া, রাজু চেকরিদের মতো ব্যক্তিত্বদের থেকে। 

বিনিয়োগ প্রসঙ্গে বলতে গিয়ে রীতিমতো উচ্ছ্বসিত দেখায় অক্ষয় কুমারকে। তিনি বলেন, “TBOF-র সফরের অংশ হতে পারে আমার খুবই ভাল লাগছে। আগামীর চলার পথে এই সংস্থা ভাল ফল করবে বলে মনে করি। গ্রামীণ ভারতের উন্নতিতে অর্গানিক ফার্মিং বড় ভূমিকা রাখবে।” 

বীরেন্দ্র সওবাগ বলেন, “গ্রামীণ ভারতের উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও কৃষির উন্নতির পথ আরও সুগম করতে এই সংস্থা যে সংকল্প নিয়ে এগিয়ে চলেছে তাতে আমার বিশ্বাস আছে। তা একদিন বাস্তবায়িত হবে। কৃষি ক্ষেত্র ও সামাজের উন্নতিতে তার একটা গঠনমূলক ছাপ থাকবে।” অন্যদিকে TBOF জানাচ্ছে শীঘ্রই তাঁরা মাঠে নামতে চলেছে। অর্গানিং ফার্মিংয়ে উৎসাহ বাড়াতে কৃষকদের জন্য ট্রেনিং সেন্টার খোলার পাশাপাশি জোর দেওয়া হবে বাণিজ্যের দিকটিতেও। জোর দেওয়া হবে অন্তঃর্দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের দিকেও। একইসঙ্গে কৃষিক্ষেত্রে মহিলাদের যোগদান কীভাবে আরও বাড়ানো যায় সেদিকটিতেও নজর রাখা হবে বলে তাঁদের তরফে জানানো হয়েছে। 

Next Article